সার্ভার কি? সার্ভার কত প্রকার ও কি কি ২০২৪

প্রিয় পাঠক আপনার নিশ্চয়ই সার্ভার কি সম্পর্কে জানার জন্য আজকের পোস্টটিতে এসেছেন। তবে আপনারা সঠিক জায়গাতেই রয়েছেন। কারণ আজকের পোস্টটিতে আপনাদের জানার সুবিধার্থে সার্ভার কি ও সার্ভার কিভাবে কাজ করে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সার্ভার কি এ সম্পর্কে বিস্তারিত জানতে পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
সার্ভার কি
সূচিপত্রআপনারা যদি সার্ভার কি, সার্ভার কিভাবে কাজ করে ও সার্ভার কত প্রকার এ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে চান তাহলে অবশ্যই পোস্টটি শুরু থেকে পড়া শুরু করুন। কারণ আর্টিকেলটিতে সার্ভার সম্পর্কিত বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে।

ভূমিকা

বর্তমানে কম বেশি সকলেই প্রায়ই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকে। আর যারা ইন্টারনেট ব্যবহার করে থাকে তারা সকলেই সার্ভার শব্দটির সাথে পরিচিত। আপনার হয়তো ব্যাংকে বা অফিসে গিয়ে সার্ভার নামটি সবচেয়ে বেশি শুনেছেন। কারণ ব্যাংকে গেলে অনেক সময় স্টাফরা বলে থাকে বর্তমানে সার্ভার ডাউন আছে, আপনাদের কাজ পরে হবে। এ কথাটি প্রায় সকলেই শুনে থাকেন। 

তাছাড়াও বিভিন্ন পরীক্ষার রেজাল্ট বের হলে সরকারি ওয়েবসাইট গুলোতে প্রবেশ করা যায় না। এসব ওয়েবসাইটগুলোতে একসঙ্গে অনেকগুলো মানুষ ভিজিট করার কারণে ওয়েবসাইট অনেক সময় ডাউন থাকে। ওয়েবসাইট আর খুলে না। এ সময় অনেকে মনে করে সার্ভার ডাউন আছে। আজ আমরা আপনাদের জন্য আজকের আর্টিকেলটিতে সার্ভার কি ও সার্ভার কিভাবে কাজ করে থাকে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

সার্ভার কি (what is server)

সার্ভারকে বাংলা ভাষায় অর্থ হিসাবে পরিবেশক বলা হয়। মূলত যে সার্ভ করে তাকেই সার্ভার বলা হয়। কম্পিউটার সাইন্স এর ভাষায় সার্ভার মূলত একপ্রকার কম্পিউটার যেখানে প্রায় সকল ধরনের ইনফরমেশন ও তথ্য জমা থাকে। আরেক ভাষায় বলা যায়, সার্ভার মূলত একপ্রকার কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়্যার যার সাহায্যে কম্পিউটার নেটওয়ার্ক এর মাধ্যমে সার্ভিস দিয়ে থাকে। 

আমরা যখন google এ কোন কিছু লিখে সার্চ করে থাকি তখন গুগল আমাদের নির্দিষ্ট ফলাফল দেখায়। এই ফলাফলটা মূলত সার্ভার আমাদেরকে দিয়ে থাকে। মূল কথা google বিভিন্ন ওয়েবসাইটে সার্ভার থেকে তথ্যগুলো এনে আমাদের দেখিয়ে থাকে। এভাবে সাধারণত সার্ভার কাজ করে থাকে। 

সার্ভারের মাধ্যমে আমরা অনলাইনে বিভিন্ন প্রকার তথ্য পেয়ে থাকি। আমার যখন অনলাইনে কোন কিছু সার্চ করি তৎক্ষণাৎ সার্চের ফলাফল পেয়ে যাই, এটি সম্ভব হয়েছে শুধুমাত্র সার্ভারের কারণে।সার্ভারের সকল তথ্য জমা থাকে, আমরা যখন রিকোয়েস্ট পাঠাই তখন সার্ভার আমাদের তথ্যগুলো প্রদান করে থাকে। 

সার্ভার কিভাবে কাজ করে

সাধারণত ওয়েব সার্ভারে সকল ডাটা গুলো জমা থাকে। আপনি যখন অনলাইনে google এ কোন কিছু জানার জন্য লিখবেন। তখন সার্ভার আপনাকে সেই সম্পর্কে সকল তথ্যগুলো প্রদান করবে। মূলত আপনি যখন কোন ব্রাউজারে কোন তথ্য সম্পর্কে জানতে চান সেই রিকোয়েস্টটি নেটওয়ার্কের মাধ্যমে সার্ভারে গিয়ে সার্ভার তৎক্ষণাৎ ব্যবহারকারী যেই বিষয়টি সম্পর্কে জানতে চাই সেগুলো প্রদান করে থাকে।  

সার্ভার কত প্রকার ও কি কি

সার্ভার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। প্রতিটি সার্ভারের আলাদা আলাদা কাজ রয়েছে। এজন্য কাজ অনুযায়ী সার্ভার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। নিম্নে সার্ভারের প্রকারভেদ তুলে ধরা হলোঃ

১. ওয়েব সার্ভার (Web Server)

  • সার্ভার কাজঃ ওয়েবসাইট হোস্ট করা এবং ব্রাউজার থেকে HTTP/HTTPS অনুরোধে সাড়া প্রদান করা এর কাজ। 
  • উদাহরণঃ Apache, Nginx, Microsoft IIS 

২. ডাটাবেস সার্ভার (Database Server)

  • সার্ভার কাজঃ ডাটাবেস পরিচালনা ও সংরক্ষণ করা এবং অ্যাপ্লিকেশনগুলোর ডাটাবেজের সাথে সংযোগ স্থাপন ইত্যাদি এর কাজ।
  • উদাহরণঃ  MySQL, PostgreSQL, Oracle

৩. ফাইল সার্ভার (File Server)

  • কাজঃ ফাইল স্টোরেজ এবং শেয়ারিংয়ের সুবিধা দেয়।
  • উদাহরণঃ Samba, Windows File Server

৪. মেল সার্ভার (Mail Server)

  • কাজঃ ইমেইল প্রেরণ, গ্রহণ এবং সংরক্ষণ জনিত কাজ করে থাকে।
  • উদাহরণঃ Microsoft Exchange, Postfix, Gmail SMTP

৫. অ্যাপ্লিকেশন সার্ভার (Application Server)

  • কাজঃ বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য ব্যাকএন্ড সার্ভিস প্রদান করে।
  • উদাহরণঃ Tomcat, WebLogic, JBoss 

৬. DNS সার্ভার (DNS Server)

  • কাজঃ ডোমেইন নেমকে আইপি ঠিকানায় রূপান্তর করা এর কাজ।
  • উদাহরণঃ BIND, Google DNS 

৭. প্রক্সি সার্ভার (Proxy Server)

  • কাজঃ ব্যবহারকারীর অনুরোধকে অন্য সার্ভারে পাঠায় এবং ক্যাশিং ও নিরাপত্তা প্রদান করে।
  • উদাহরণঃ Squid, HAProxy 

৮. VPN সার্ভার (VPN Server)

  • কাজঃ নিরাপদ নেটওয়ার্ক সংযোগ তৈরি করতে সাহায্য করে।
  • উদাহরণঃ OpenVPN, Cisco AnyConnect 

৯. ক্লাউড সার্ভার (Cloud Server)

  • কাজঃ ভার্চুয়ালাইজড পরিবেশে বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে।
  • উদাহরণঃ AWS EC2, Microsoft Azure, Google Cloud 

১০. গেম সার্ভার (Game Server)

  • কাজঃ মাল্টিপ্লেয়ার গেমের জন্য রিয়েল-টাইম ডাটা এবং সংযোগ প্রদান করে।
  • উদাহরণঃ Minecraft, Counter-Strike Server 

১১. নির্বাচন/লোড ব্যালেন্সার সার্ভার (Load Balancer Server)

  • কাজঃ ট্রাফিককে বিভিন্ন সার্ভারে ভাগ করে লোড ভারসাম্য বজায় রাখে।
  • উদাহরণঃ Nginx, F5 Load Balancer

লেখকের শেষ কথা

আজকের আর্টিকেলে আমরা সার্ভার কি ও সার্ভার কত প্রকার কি কি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি। যারা সার্ভার সম্পর্কে জানেন না তারা আর্টিকেলটি ভালো করে পড়ুন বিস্তারিত জেনে যাবেন। বিভিন্ন কাজ অনুযায়ী সার্ভার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সার্ভার কিভাবে কাজ করে তা জানতে আর্টিকেলটি পড়ুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url