Telegram group

ordinarybdgnews

২০২৪ সালে বাংলাদেশী অ্যাপ প্রতিদিন 1000 টাকা আয় পেমেন্ট বিকাশ নেওয়া সম্ভব কি?

বাংলাদেশী অ্যাপ প্রতিদিন 1000 টাকা আয় পেমেন্ট বিকাশ নিবেন কিভাবে সেই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে পোস্টটিতে আলোচনা করব। যারা বাংলাদেশী অ্যাপ ও বিদেশী অ্যাপ থেকে প্রতিদিন এক হাজার টাকার বেশি আয় করতে চান তারা পোস্টটি ভাল করে পড়ুন। আমরা এমন কিছু জনপ্রিয় বাংলাদেশী অ্যাপের নাম তুলে ধরব যেগুলো ব্যবহার করে ১০০০ টাকা আয় করা সম্ভব। বাংলাদেশী অ্যাপ প্রতিদিন 1000 টাকা আয় পেমেন্ট বিকাশ নেওয়ার ১০ টি উপায় পোস্টটিতে আলোচনা করা হলো।
বাংলাদেশী অ্যাপ প্রতিদিন 1000 টাকা আয় পেমেন্ট বিকাশ

বাংলাদেশী অ্যাপ গুলো থেকে ইনকাম করা সম্ভব কিনা বিষয়টি সকলের জেনে নেওয়া উচিত। বর্তমানে ইন্টারনেটে অনেক অ্যাপ রয়েছে, সেগুলোতে কাজ করে সচরাচর ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করা যায়। তবে কিভাবে আপনি দিনে ১০০০ টাকা আয় করবেন বাংলাদেশি অ্যাপ থেকে সে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। 
সূচিপত্রঃ 

বাংলাদেশী অ্যাপ প্রতিদিন 1000 টাকা আয় পেমেন্ট বিকাশ নেওয়া সম্ভব কি? 

সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে অ্যাপ থেকে প্রতিদিন ১০০০ টাকা আয় কখনো সম্ভব নয়, অর্থাৎ আপনি বাংলাদেশী অ্যাপ থেকে কাজ করে প্রতিদিন এক হাজার টাকা মোটেও ইনকাম করতে পারবেন না। তবে বর্তমানে ইন্টারনেটে প্রচুর দেশি-বিদেশি অ্যাপ রয়েছে যেখানে কাজ করলে দিনে ১ হাজার টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু সেখানে অ্যাপ গুলোতে প্রচুর সময় দিয়ে কাজ করতে হবে, তা না ছাড়া কখনোই ১০০০ টাকা আয় করতে পারবেন না। 
প্রতি দিন এক হাজার টাকা আয় বিকাশে পেমেন্ট নেওয়ার জন্য কিছু উপায় অবলম্বন করতে পারেন।এই উপায় গুলো অবলম্বন করলে আপনি প্রতিদিন ১০০০ টাকা আয় করতে পারবেন। আমরা পোস্টটিতে এমন জনপ্রিয় কিছু অ্যাপের নাম তুলে ধরবো যেখানে আপনি প্রতিদিন ১০০০ টাকা আয় করতে পারবেন। 

বাংলাদেশী অ্যাপ প্রতিদিন 1000 টাকা আয় পেমেন্ট বিকাশ নিন

বাংলাদেশি অ্যাপ থেকে প্রতিদিন ১০০০ টাকা আয় পেমেন্ট বিকাশ নিতে পারবেন না। কিন্তু ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে কাজ করে প্রতিদিন এক হাজার টাকা আয় করা সম্ভব। কোন প্ল্যাটফর্মে বা অ্যাপে প্রতিদিন ১০০০ টাকায় পেমেন্ট বিকাশে নিতে পারবেন এই সম্পর্কে এখন তুলে ধরা হবে। যেই অ্যাপগুলোতে কাজ করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন এবং ১ হাজার টাকা আয় করার সুযোগ রয়েছে সেই অ্যাপ গুলো সম্পর্কে নিচে তুলে ধরা হলোঃ

১. Rozee Pay

এটি একটি মাইক্রো জবস প্ল্যাটফর্ম যেখানে ছোট কাজ বা টাস্ক কমপ্লিট করে আয় করা যায়। এখানে কাজ করে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। এটি যেহেতু মাইক্রো জব সাইট তাই এখানে সকল ধরনের ছোট ছোট কাজগুলো করতে পারবেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। 
  • কাজের ধরনঃ মাইক্রো জবস প্ল্যাটফর্ম
  • পেমেন্ট পদ্ধতিঃবিকাশ
  • কাজের সুযোগঃ ছোট ছোট কাজ করে অর্থ উপার্জন করা যায়। 

২. Daraz Affiliate Program

Daraz অ্যাপ এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, দারাজ অ্যাপ এ এফিলিয়েট মার্কেটিং করে প্রচুর টাকা আয় করতে পারবেন। Daraz অ্যাপের পণ্যগুলো বিক্রি করে দিতে পারলেই নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। Daraz অ্যাপটিতে এফিলিয়েট মার্কেটিং করতে হলে তাদের এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে রেজিস্টার করতে হবে। 

আপনি তাদের যত প্রোডাক্টের সেলস বৃদ্ধি করতে পারবেন তত আপনার ইনকাম হবে। এই কাজটি করে খুব সহজেই প্রতিদিন ১০০০ টাকার বেশি আয় করা সম্ভব। আর যে অর্থ উপার্জন করবেন সেগুলো বিকাশে উত্তোলন করতে পারবেন।

৩. Toloka by Yandex

এই সাইটটিতে বিভিন্ন ধরনের ছোট কাজ যেমন(অনলাইন সার্ভে, ইমেজ ট্যাগিং) ইত্যাদি কাজগুলো করে আয় করতে পারবেন। ঘরে বসে অনলাইনে কাজ করতে চাইলে এই সাইটটিতে কাজ করতে পারেন। সাইটটিতে কাজ করে আপনি অর্থ বিকাশের মাধ্যমে সরাসরি পেমেন্ট নিতে পারবেন।

৪. EarnKaro

এটি একটি অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম। এখানে আপনার প্রোডাক্টের শেয়ার করা লিংক থেকে যদি কোন ব্যক্তি প্রোডাক্টটি ক্রয় করে তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। মূলত এই অ্যাপটিতে রেফারেল প্রোগ্রামের মত এফিলেট মার্কেটিং করে আয় করতে পারবেন। দিনে ৫০ থেকে ১০০ টাকা আয় করতে চাইলে অ্যাপটিতে কাজ করতে পারেন।

৫. Sheba.xyz

  • কাজের ধরনঃ অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম (ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, হোম সার্ভিস)
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ
  • কাজের সুযোগঃ বিভিন্ন ঘরোয়া এবং হোম সার্ভিস সেবা প্রদান করে ইনকাম করা যায়। 

৬. Pathao

  • কাজের ধরনঃ রাইড শেয়ারিং এবং ফুড ডেলিভারি কাজ
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ, নগদ 
  • কাজের সুযোগঃ রাইড শেয়ারিং বা ডেলিভারি করে ভালো আয় করা যায়, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে।

৭. Chaldal Delivery

  • কাজের ধরনঃ গ্রোসারি প্রোডাক্ট ডেলিভারি করতে হয়। 
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ, নগদ ও অন্যান্য মাধ্যম
  • কাজের সুযোগঃ চালডাল ডেলিভারি সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি করে আয় করা যায়। 

৮. ShopUp

  • কাজের ধরনঃ অনলাইন ব্যবসা এবং প্রোডাক্ট ডেলিভারি এর কাজ
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ মাধ্যমে পেমেন্ট
  • কাজের সুযোগঃ ই-কমার্স ব্যবসা করার মাধ্যমে আয় করা যায়।

৯. Shikho

  • কাজের ধরনঃ অনলাইন কোর্স তৈরি এবং টিউটরিং করে আয়। 
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ বা নগদ
  • কাজের সুযোগঃ শিক্ষকতা এবং কোর্স বিক্রির মাধ্যমে প্রতিদিন ১০০০ টাকা আয় সম্ভব।

১০.bKash Payment Services

  • কাজের ধরনঃ পেমেন্ট এজেন্ট হিসেবে কাজ। 
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ
  • কাজের সুযোগঃ বিকাশের মাধ্যমে বিভিন্ন ট্রানজেকশন করে কমিশন আয় করতে পারবেন। 

১১. BongoBD

  • কাজের ধরনঃ কন্টেন্ট ক্রিয়েটর
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ
  • কাজের সুযোগঃ ভিডিও তৈরি করে প্রতিদিন ১০০০ টাকা আয় করা যায়। 

১২. Freelancer.com

  • কাজের ধরনঃ ফ্রিল্যান্সিং (ডিজাইন, রাইটিং, ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, মার্কেটিং)
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ, ব্যাংক ট্রান্সফার, পেপাল
  • কাজের সুযোগঃ মার্কেটপ্লেসে বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করে আয় করতে পারবেন।  

১৩. Fiverr

  • কাজের ধরনঃ ফ্রিল্যান্সিং সার্ভিস প্রদান করে আয়, যেকোনো ফ্রিল্যান্সিং কাজগুলো করা যাবে।
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ, পেপাল , ব্যাংক ট্রান্সফার
  • কাজের সুযোগঃ মার্কেটপ্লেসে ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন , অ্যাপ ডেভেলপমেন্ট সহ সকল ফ্রিল্যান্সিং কাজ করে প্রতিদিন এক হাজার টাকার বেশি আয় করতে পারবেন।

১৪.Upwork

  • কাজের ধরনঃ ফ্রিল্যান্সিং সকল ধরনের কাজ। 
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ, ব্যাংক ট্রান্সফার ও পেপাল, অন্যান্য পেমেন্ট পদ্ধতি
  • কাজের সুযোগঃ ফ্রিল্যান্সিং কাজগুলো প্ল্যাটফর্মে করে আয়। 

১৫. Swagbucks

  • কাজের ধরনঃ ভিডিও দেখা, সার্ভে, এবং ছোট টাস্ক
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ, ডলার পেমেন্ট
  • কাজের সুযোগঃ ছোট কাজ করে পয়েন্ট অর্জন করে প্রতিদিন এক হাজার টাকা আয় করা যায়।

১৬. Timebucks

  • কাজের ধারণঃ সার্ভে ও মাইকো জব কাজগুলো করতে পারবেন।
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ, ডলার , পেপাল
  • আয়ের উপায়ঃ এই ওয়েবসাইটে সার্ভে করে, ভিডিও দেখে ও ছোট কাজ কমপ্লিট করে আয় করতে পারবেন।

১৭. ClipClaps

  • কাজের ধরনঃ ভিডিও দেখা ও রেফারেল প্রোগ্রাম
  • পেমেন্ট পদ্ধতিঃ গিফট কার্ড , ডলার ইনকাম বিকাশ পেমেন্ট
  • আয়ের উপায়ঃ ভিডিও দেখে পয়েন্ট কালেক্ট করে আয় করা যায়। 

১৮. Foap

  • কাজের ধরনঃ ছবি বিক্রি করে আয়।
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ নগদ ও ডলার ইনকাম
  • আয়ের উপায়ঃ বিভিন্ন সাইটের ছবি বিক্রি করে আয় করতে পারবেন। 

১৯. CashApp (Bangladesh)

  • কাজের ধরনঃ ভিডিও দেখা ও মাইক্রো ট্যাক্স কাজ
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ বা নগদ
  • আয়ের উপায়ঃ অ্যাপ এ ছোট ছোট কাজ করে আয় করতে পারবেন। 

২০. Google Opinion Rewards

  • কাজের ধরনঃ অনলাইনে সার্ভে করে আয়
  • পেমেন্ট পদ্ধতিঃ ডলার, গিফট কার্ড
  • আয়ের উপায়ঃ গুগলের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আয়। 

২১. Lucky Money

  • কাজের ধরনঃ গেম খেলা এবং রেফারেল
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ
  • আয়ের উপায়ঃ গেম খেলে এবং অন্যদের রেফার করে আয় করতে পারবেন।

২২. InboxDollars

  • কাজের ধরনঃ ভিডিও দেখা, সার্ভে এবং মেইল পড়া
  • পেমেন্ট পদ্ধতিঃ বিকাশ
  • আয়ের উপায়ঃ মেইল পড়া এবং ভিডিও দেখে আয় করা যায় । 

সতর্কতা

  • অ্যাপ গুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই যাচাই-বাছাই করে নিবেন, অ্যাপগুলো থেকে সত্যি পেমেন্ট পাওয়া যায় কিনা সেই সম্পর্কে জানার জন্য তাদের অ্যাপের রিভিউ দেখবেন।
  • কোন অ্যাপ যদি টাকা ডিপোজিট করতে বলে তাহলে সেগুলো অ্যাপ থেকে দূরে থাকবেন।
  • ইনকাম করার জন্য বিশ্বস্ত ওয়েবসাইট গুলো খুঁজে বের করুন এবং প্রতিদিন কাজ করে ইনকাম করুন।
ফ্রিল্যান্সিং করে আপনি প্রতিদিন অনায়াসেই এক হাজার টাকার বেশি আয় করতে পারবেন। তাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজ করুন।

শেষ কথা

বাংলাদেশী অ্যাপ প্রতিদিন 1000 টাকা আয় পেমেন্ট বিকাশ কিভাবে নিতে পারেন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আপনারা এতক্ষণে সকল ধরনের অ্যাপ গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url