Telegram group

ordinarybdgnews

ভিশন, ওয়ালটন, নোভা, কিয়াম রাইস কুকারের দাম কত ২০২৪

প্রিয় পাঠক আপনারা অনেক সময় রাইস কুকারের দাম কত গুগল এটি লিখে সার্চ করে থাকেন। তবে আপনাদের চিন্তার কোন কারণ নেই, আমরা আজকের পোস্টটিতে রাইস কুকারের দাম কত ও কিয়াম রাইস কুকারের দাম কত ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। রাইস কুকার এর দাম জানতে পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ
আর্টিকেল সূচিপত্রঃআমরা আজকের এই পোস্টটিতে বিভিন্ন মডেলের রাইস কুকারের দাম কত ও কিয়াম রাইস কুকারের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই আপনারা যদি রাইস কুকারের দাম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।

উপস্থাপনা

বর্তমানে সকলেই প্রায় ভাত রান্না করার জন্য রাইস কুকার ব্যবহার করে থাকে।কারণ রাইস কুকার ব্যবহার করে অতি সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই ভাত রান্না করা যায়। আগে মানুষ পাতিলে চাল নিয়ে চুলায় বসিয়ে রান্না করতে হতো। যেখানে অনেক ঝামেলা পোহাতে হতো। কিন্তু বর্তমানে ডিজিটাল রাইস কুকার আসার ফলে ভাত রান্না করার বিষয়টি অনেক সহজ হয়ে গেছে। 

রাইস কুকারে আপনি কোন রকম ঝামেলা ছাড়া সহজেই ভাত রান্না করতে পারবেন। রাইস কুকার কারেন্টের মাধ্যমে ব্যবহার করতে হয় অর্থাৎ রাইস কুকার কারেন্টে চলে। রাইস কুকারের মধ্যে একটি স্টিলের পাত্র থাকে সেই পাত্রে চাল নিয়ে তার মধ্যে পানি দিয়ে রান্না করতে হয়। 
আপনারা যারা রাইস কুয়ার কিনতে চান তারা অনেকেই রাইস কুকারের দাম কত এ সম্পর্কে জানতে চান। আপনাদের জানার সুবিধার্থে আজকের আর্টিকেলে আমরা ভিশন, ওয়ালটন, নোভা, কিয়াম রাইস কুকারের দাম কত ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

ওয়ালটন রাইস কুকারের দাম কত

বর্তমানে কম দামে রাইস কুকারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড হলো ওয়ালটন। ওয়ালটন আমাদের দেশীয় ব্যান্ড। এই ওয়ালটন কোম্পানির অনেক ধরনের কম দামে রাইস কুকার রয়েছে, যেগুলো কম বিদ্যুৎ খরচে ব্যবহার করা যায়। আর তাদের রাইস কুকার গুলো অনেক টেকসই হয়ে থাকে। গুণগত মান ভালো হওয়ায় বর্তমানে কম খরচে অনেকেই এই ওয়ালটন কোম্পানির রাইস কুকার কিনছে। 
আপনারা যারা কম দামে রাইস কুকার কিনতে চাচ্ছেন তারা ওয়ালটন কোম্পানির রাইস কুকার কিনতে পারেন। এখানে কম দামে ভালো মানের রাইস কুকার দেওয়া হয়ে থাকে। ওয়ালটন কোম্পানির রাইস কুকার আপনারা বাজারে ২ হাজার থেকে শুরু করে ৭ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনারা যারা ওয়ালটন কোম্পানির রাইস কুকারের দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের জন্য নিম্নে ওয়ালটন রাইস কুকারের দাম তুলে ধরা হলোঃ
  • ওয়ালটন WRC-SGAWRC-SG মডেলের রাইস কুকারের দাম ২৬৯০ টাকা।
  •  WRC-DCSM18 মডেলের ওয়ালটন রাইস কুকারের দাম ৩১৯০ টাকা।
  • WRC-SGAE220 মডেলের ওয়ালটন রাইস কুকারের মূল্য ৩১৯০ টাকা।
  • WRC-SGAE22 মডেলটির সর্বশেষ বাজার মূল্য ৩০৯০ টাকা।
  • WRC-SGA280 (2.8L) মডেলের ওয়ালটন রাইস কুকারের দাম ২৫৫০ টাকা
  • ওয়াল্টন WRC-CSSE220 মডেলের রাইস কুকারের মূল্য ৩,১৯০ টাকা।
  • Walton WRC-CSS180 মডেলের 1.8L ধারণ ক্ষমতা সম্পন্ন রাইস কুকারের দাম ২৮৯০ টাকা।
  • WRC-SGAH18 মডেলের ওয়ালটন রাইস কুকারের দাম ২৯৯০ টাকা।
  • ওয়ালটন WRC-SGAE18 মডেলটির বর্তমান বাজার দাম ২৬৯০ টাকা।
  • আর WRC-CSSE180 মডেলের রাইস কুকারের দাম ২৭০০ টাকা।
  • ওয়ালটন WRC-SGAE180 মডেলটির রাইস কুকারের মূল্য ২৬৮০ টাকা।
  • আর জনপ্রিয় নতুন মডেল WRC-SGAE18 রাইস কুকারের দাম ২৬৯৫ টাকা।
আশা করছি আপনারা উপরের লিস্টে ওয়ালটনের কিছু রাইস কুকারের দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। নিচে আমরা ওয়ালটনের আরো কিছু রাইস কুকারের মডেলের দাম তুলে ধরার চেষ্টা করব। নিম্নের ছকে ওয়ালটনের রাইস কুকারের দাম তুলে ধরা হলোঃ

ওয়ালটন রাইস কুকার মডেল

বর্তমান বাজার মূল্য

WRC-GLORIA-DELUXE 2.8L

৩৬৯০ টাকা

WRC-STAR-DELUXE 2.8L

৩৭৫০ টাকা

WRC-CANDY3.0

৫৩৯০ টাকা 

WRC-GLORIA-DELUXE 2.2L

৩৪৯০ টাকা

WRC-PAPE18

৩৮৯০ টাকা

WRC-PAPE22

৪৩৯০ টাকা 

WRC-PAPE28

৪৯৯০ টাকা 

WRC-PAPE30

৫০৯০ টাকা 

WRC-STAR-DELUXE 2.2L

৩৫৫০ টাকা 

WRC-DCSM18

৩১৯০ টাকা

WRC-DCSM28

৪২৯০ টাকা 

WRC-SGAE180

২৮২০ টাকা 

WRC-SGAE220

৩৩২০ টাকা 

WRC-SGAE280

৩৬৭০ টাকা 

WRC-SGAE300

৩৭১০ টাকা 

WRC-SGA180 (1.8L)

২০০০ টাকা 

WRC-STAR-DELUXE 1.8L

৩০৫০ টাকা 

WRC-CSSE180 

২৭২০ টাকা 

WRC-CSSE220

৩২২০ টাকা 

WRC-CSSE280

৩৫৭০ টাকা

WRC-CSSE300

৩৬২০ টাকা

WRC-GLORIA-DELUXE 1.8L

২৯৯০ টাকা

WRC-CANDY2.0

৪৫৯০ টাকা

WRC-SGAM22

৩১৯০ টাকা

WRC-SGAM28

৩৬৯০ টাকা

WRC-SGAH22

৩২৯০ টাকা

WRC-SGAH28

৩৮৯০ টাকা

WRC-DCSM22

৩৫৯০ টাকা

WRC-SGA220 ( 2.2L)

২২৫০ টাকা

উপরের ছকটিতে ওয়ালটনের প্রায় সকল রাইস কুকারের দাম তুলে ধরা হয়েছে। তবে আপনারা যদি বিস্তারিত ছবিসহ ওয়ালটন রাইস কুকারের দাম জানতে চান তাহলে ওয়ালটনের ওয়েবসাইটের ভিজিট করতে পারেন।

নোভা রাইস কুকারের দাম কত

আপনারা অনেকে নোভা রাইস কুকারের দাম সম্পর্কে জানতে চান, এজন্য আমরা আজকের এই অংশে নোভা রাইস কুকারের দাম সম্পর্কে আলোচনা করব। আপনারা কম দামে ভালো মানের নোভা রাইস কুকার পেয়ে যাবেন। এই কোম্পানির রাইস কুকার গুলো টেকসই হয়ে থাকে এবং উন্নতমানের হয়ে থাকে। নিচে নোভা কোম্পানির কিছু রাইস কুকারের নাম তুলে ধরা হলোঃ
  • Cooker Nova Black Berry মডেলের নোভা রাইস কুকারের দাম ২৪০০ টাকা।
  • Rice Cooker NV-65 E (2.8 L) মডেলের নোভা রাইস কুকারের মূল্য ২৬৫০ টাকা।
  • Black Berry Deluxe Rice Cooke মডেলের নোভা রাইস কুকারের দাম ২২০০ টাকা।
  • Rice Cooker NV-75 SS (3.0 Ltr) মডেলের নোভা রাইস কুকারের মূল্য ২৭০০ টাকা।
  • Rice Cooker (2.8 Litre) মডেলের রাইস কুকারের দাম ২৮০০ টাকা।
  • নোভা NV-80E মডেলের রাইস কুকারের দাম ২৬০০ টাকা।
সাধারণত নোভা কোম্পানির রাইস কুকারের দাম দুই হাজার থেকে ৫০০০ টাকার মধ্যে হয়ে থাকে। আপনারা বাজারে ইলেকট্রনিক দোকানে নোভা কোম্পানির রাইস কুকার গুলো পেয়ে যাবেন।

এলজি রাইস কুকারের দাম কত

বর্তমানে এলজি রাইস কুকার খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর এটি অন্যতম জনপ্রিয় ব্যান্ড। এদের রাইস কুকার গুলো উন্নতমানের হয়ে থাকে। পাশাপাশি তাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো হয়। আপনারা যদি ভাল মানের রাইস কুকার কিনতে চান তাহলে lg ব্যান্ডের রাইস কুকার কিনতে পারেন। চলুন নিচে সম্প্রতি কিছু এলজি রাইস কুকারের দাম জেনে নেই।
  • 1.0L LG Blue Magic Rice Cooker মডেলের এলজি রাইস কুকারের দাম ১৯৫০টাকা।
  • Stainless Steel Rice Cooker মডেলের এলজি রাইস কুকারের মূল্য ২১৫০ টাকা।
  • LG Blue Magic Rice Cooker 3.2 Liter model-031 মডেলের রাইস কুকারের মূল্য ৪৭০০ টাকা।
  • Rice Cooker (1.8 ltr) মডেলটির বর্তমান বাজার মূল্য ২২৫০ টাকা।
  • Rice Cooker 1.8 ltr (double pot) মডেলের lg রাইস কুকারের দাম ২৫৮০ টাকা।
এলজি রাইস কুকারের দাম সাধারণত ২০০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। আশা করছি আপনারা উপরে lg ব্যান্ডের কিছু রাইস কুকারের মূল্য তালিকা সম্পর্কে জানতে পারলেন।

মিয়াকো রাইস কুকারের দাম কত

আপনারা যদি একটি ভাল মানের রাইস খুঁজে থাকেন তাহলে মিয়াকো রাইস কুকার কিনতে পারেন। এই কোম্পানির দাম সাধারণত একটু বেশি হয়ে থাকে। তবে কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে। যার কারণে এই কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে। আপনারা চাইলে মিয়াকো কোম্পানির রাইস কুকার কিনতে পারেন। নিম্নে মিয়াকো কোম্পানির রাইস কুকারের দাম তুলে ধরা হলোঃ
  • Miyako Rice Cooker MRC - 928 MSIA মডেলের রাইস কুকারের দাম ৩৮০০ টাকা।
  • Miyako Rice Cooker MCM - 508 মডেলের মিয়াকো রাইস কুকারের মূল্য ৫৫০০ টাকা।
  • Rice Cooker ASL-300-KND Rose (3 Liter) ধারণ ক্ষমতা সম্পন্ন রাইস কুকারের মূল্য ৪৫০০ টাকা।
  • Rice Cooker ASL-1280 KND RED মডেলের রাইস কুকারের দাম ৪২০০ টাকা।
  • ৩ লিটার ধারণক্ষমতা সম্পন্ন Rice Cooker ASL-3P-300YLD 3Ltr মডেলের রাইস কুকারের দাম ৫০০০ টাকা।
  • Rice Cooker ASL-3P-300 YLD 3Ltr মডেলের রাইস কুকার দাম ৫০০০ টাকা।
  • Rice Cooker MRC-5100 YLD 10LTR উচ্চ ধারন ক্ষমতা সম্পন্ন এই মডেলটির রাইস কুকারের দাম ১৫০০০ টাকা।
তাহলে আশা করছি বুঝতে পেরেছেন মিয়াকো কোম্পানির রাইস কুকার গুলোর দাম সাধারণত ৪০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। মিয়াকো রাইস কুকার কোয়ালিটি ভালো হওয়ার কারণে দাম বেশি হয়ে থাকে। আপনার দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চাইলে এই কোম্পানির রাইস কুকার কিনতে পারেন।

কিয়াম রাইস কুকারের দাম কত

আপনারা অনেকেই কিয়াম রাইস কুকারের দাম কত এ সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের জন্য আমরা আজকের এই অংশে কি কিয়াম রাইস কুকারের দাম কত এ সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে বাজারে কিয়াম রাইস কুকারের প্রচুর চাহিদা রয়েছে। এই রাইস কুকার গুলো কম দামের মধ্যে ভালো সার্ভিস দিয়ে থাকে। 
কিয়াম কোম্পানির রাইস কুকারের দাম সাধারণত দুই হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এখানে সর্বনিম্ন দুই হাজার টাকাতে আপনি রাইস কুকার পেয়ে যাবেন। তবে চলুন কিয়াম রাইস কুকারের দাম সম্পর্কে জেনে নেই।
  • Kiam Double Pot Rice Cooker 2.8 Littre মডেলের কিয়াম রাইস কুকারের দাম ৩৫০০ টাকা।
  • Kiam 2.8 liter SS+Non-Stick Double Pot Rice Cooker মডেলের রাইস কুকারের দাম ৩৬০০ টাকা।
  • কিয়াম  ডিএফবি-২০৪ মডেলের রাইস কুকারের দাম ৩২২০ টাকা।
  • Kiam DRC-9702 Double Pot Drum Rice Cooker (1.8L) মডেলের রাইস কুকারের দাম ২৬৫০ টাকা।
  • Rice Cooker Delux Full Body DJB-202 মডেলের কিয়াম রাইস কুকারের দাম ২১০০ টাকা।
  • Kiam DJBS-302 Rice Cooker (1.8 L) মডেলের রাইস কুকারের বাজার মূল্য ২০৯০ টাকা।
তাহলে আপনারা উপরের দেখানো লিস্টে কিয়াম রাইস কুকারের দাম সম্পর্কে জানতে পারলেন। এই কোম্পানিটি বাজারে খুব কম মডেলের রাইস কুকার লঞ্চ করেছে। আপনারা এই মডেল গুলোর মধ্যে পছন্দমত চয়েস করে দাম অনুযায়ী কিনতে পারেন।

ভিশন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ ।আরএফএল রাইস কুকারের দাম কত

বর্তমানে বাংলাদেশের মধ্যে সেরা ব্যান্ড ভিশন রাইস কুকারের দাম সম্পর্কে আমরা এখন তুলে ধরার চেষ্টা করব। এটি মূলত আরএফএল কোম্পানির একটি অংশ। আপনারা যারা rfl কোম্পানির রাইস কুকার খুঁজছেন, তাদের বলব যে ভিশন রাইস কুকার হল আরএফএল কোম্পানির রাইস কুকার। এবার আর কথা না বাড়িয়ে ভিশন রাইস কুকারের দাম জেনে নেওয়া যাক।
  • VISION Rice Cooker 1.8 L REL-40-06 SS Red মডেলের রাইস কুকারের মূল্য ২৬৩১ টাকা।
  • VISION Rice Cooker 1.8 L 40-06 SS Blue এই রাইস কুকারটির দামও ২৬৩১ টাকা।
  • VISION Rice Cooker 3.0 Ltr 100 SS Red রাইস কুকারের দাম ৩২২৯ টাকা।
  • Vision Digital Rice Cooker 2.2L (Elite) মডেলের বর্তমান বাজার মূল্য ৪৯২৮ টাকা।
  • Vision Rice Cooker 2.8 Liter REL- 60-04 মডেলের বর্তমান বাজার দাম ৩২১২ টাকা।
  • VISION Rice cooker 1.0 ltr 100 SS Blue মডেলের রাইস কুকারের দাম ১৯০০ টাকা।
  • VISION Rice Cooker 2.2 L 50-04 Double Pot মডেলের রাইস কুকারের দাম ৩০০০ টাকা।
  • Vision Rice Cooker 3.0 Liter REL-50-05 মডেলটির বর্তমান দাম ৩২৩০ টাকা।
  • Vision RC- 1.8 L Premium SS Red (Double Pot) মডেলের রাইস কুকারের দাম ২৬৩০ টাকা।
তাহলে আপনি ভিশন বা আরএফএল কোম্পানির রাইস কুকারের দাম সম্পর্কে জানতে পারলেন। তবে বিস্তারিত জানতে আপনারা ভিশন কোম্পানির ওয়েবসাইটে দেখতে পারেন।

সিঙ্গার রাইস কুকারের দাম কত

আপনারা যারা ইলেকট্রনিক আইটেম ব্যবহার করেছেন তারা সকলেই জানেন সিঙ্গার কোম্পানির ইলেকট্রনিক্স জিনিসগুলো ভালো হয়ে থাকে এবং তাদের কোয়ালিটি গুলো উন্নত মানের হয়। বর্তমানে সিঙ্গার কোম্পানির রাইস কুকার খুব জনপ্রিয়তা লাভ করেছে। সিঙ্গার কোম্পানির ফ্রিজ হয়তো অনেকেই ব্যবহার করেছেন। 

সিঙ্গার কোম্পানির ফ্রিজ দীর্ঘদিন ব্যবহার করা যায়। যা আপনারা ব্যবহার করে বুঝেছেন। তবে রাইস কুকার আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। সিঙ্গার কোম্পানির রাইস কুকারে গুণগতমান উন্নত হয়ে থাকে এবং কোয়ালিটি খুব ভালো হয়। নিচে সিঙ্গার রাইস কুকারের দাম কত তুলে ধরা হলোঃ
  • SINGER Rice Cook SRCDB2800AMMO-PRO মডেলের সিঙ্গার রাইস কুকারের দাম ৩৩০০ টাকা।
  • SINGER Rice Cooker 2.8L-SRCDB888CHAMP (Double Pot) রাইস কুকারের বর্তমান দাম ৩৩০০ টাকা।
  • SINGER Rice Cooker 1.8L-SRCDB9918PRIME (Double Pot) রাইস কুকারের বর্তমান মূল্য ২৯০০ টাকা।
  • Rice Cooker 2.8L-SRCDB888CHAMP  রাইস কুকারের দাম ৩৪০০ টাকা।
তাহলে উপরের লিস্টে আপনারা সিংগার রাইস কুকারের দাম সম্পর্কে জানতে পারলেন। আপনারা বাজারে সিঙ্গার শোরুমে এই রাইস কুকার গুলো গুলো পেয়ে যাবেন।

ওয়ালটন রাইস কুকার ১.৮ প্রাইস ইন বাংলাদেশ

আপনারা যারা ওয়ালটন রাইস কুকার কিনতে চান তারা অনেকেই ওয়ালটন রাইস কুকার 1.8 লিটার প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানতে চান। অর্থাৎ আজকের এই অংশে 1.8 লিটার ধারণক্ষমতা সম্পন্ন ওয়ালটন রাইস কুকারের দাম তুলে ধরার চেষ্টা করব। মূলত যারা ১.৮ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ওয়ালটন রাইস কুকার কিনতে চান তাদের এখন আমরা দাম জানানোর চেষ্টা করব।
  • WRC-SGAE220 মডেলটির বর্তমান বাজার দাম ৩১৯০ টাকা।
  • WRC-DCSM18 মডেল ওয়ালটন রাইস কুকারের দাম  ৩১৯০ টাকা। 
  • WRC-SGAE22 মডেলের ১.৮ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন রাইস কুকারের দাম  ৩০৯০ টাকা।
  • WRC-SGAE180 মডেলের ওয়ালটন রাইস কুকারের দাম ২৬৯০ টাকা।
  • WRC-SGAE18 মডেলের বর্তমান দাম  ২৬৯০ টাকা।
আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা ১.৮ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ওয়ালটন রাইস কুকারের দাম সম্পর্কে জানতে পারলেন।

রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ

আপনারা যারা রাইস কুকার কিনতে চান তারা বাজারে যাওয়ার পূর্বে অনেকেই অনলাইনে রাইস কুকারের দাম জেনে নিতে চান। তাদের জন্যই আজকের এই পুরো পোস্টটিতে রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ তুলে ধরা হয়েছে। অর্থাৎ পুরো পোস্টটিতে বিভিন্ন কোম্পানির রাইস কুকারের দাম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সাধারণত বর্তমানে রাইস কুকার গুলো আপনি ২০০০ থেকে শুরু করে ৬০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। 
কিয়াম রাইস কুকারের দাম কত
আর সর্বোচ্চ রাইস কুকারের দাম ১৫০০০ টাকা। তবে আপনি সর্বনিম্ন ১৫০০ থেকে ১৮০০ টাকার মধ্যে বিভিন্ন ডিসকাউন্টে কিনতে পারবেন। বর্তমানে দোকানগুলোতে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফ করে রাইস কুকার সহ বিভিন্ন ইলেকট্রনিক আইটেম বিক্রি করা হয়ে থাকে। সেই হিসেবে আপনি অনেক কম দামেই রাইস কুকার কিনতে পারবেন। বিভিন্ন দোকানের অনুযায়ী রাইস কুকারের দাম কম বেশি হতে পারে। তাই আপনারা অবশ্যই দাম দর করে রাইস কুকার গুলো কেনার চেষ্টা করবেন।

সবচেয়ে ভালো রাইস কুকার কোনটি

বর্তমানে বিভিন্ন কোম্পানির ভালো মানের রাইস কুকার রয়েছে। তবে কোনটি সেরা হবে সেটি সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে দামের বিবেচনায় আপনি কম দামের মধ্যে ভালো মানের রাইস কুকার পেতে পারেন। সেক্ষেত্রে আপনি কম দামের মধ্যে ওয়ালটন কোম্পানির রাইস কুকার কিনতে পারেন। তাছাড়াও আরো ভালো ব্যান্ডের রাইস কুকার যেমনঃ ভিশন , সিঙ্গার , miyako রয়েছে। তবে আপনি যদি কম বাজেটে ভালো মানের রাইস কুকার খুঁজে থাকেন, তাহলে সে ক্ষেত্রে আপনি ওয়ালটন অথবা আরএফএল কোম্পানির রাইস কুকার কিনতে পারেন।

রাইস কুকারের দাম কত সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা(FAQ)

১.৮ রাইস কুকারের দাম কত?
১.৮ রাইস কুকারের দাম সাধারণত ২৫০০ টাকা থেকে ৩৫০০ টাকার মধ্যে হয়ে থাকে।

LG রাইস কুকারের দাম কত?
এলজি কোম্পানির রাইস কুকার গুলো দাম আনুমানিক ১৯০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

২ লিটার রাইস কুকারে কতটুকু ভাত রান্না করা যায়?
২ লিটার রাইস কুকারে তিন কাপ এর বেশি ভাত রান্না করা যায়।

মিনি রাইস কুকার দাম কত?
মিনি রাইস কুকার গুলোর দাম সাধারণত ১০০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

রাইস কুকারে ভাত পুড়ে যায় কেন?
সাধারণত রাইস কুকারে অতিরিক্ত সময় ধরে ভাত রান্না করলে ভাত পুড়ে যেতে পারে। তাছাড়াও ভাত রান্না করার সময় চালে কম পানি দিলে পুড়ে যাওয়া সম্ভবনা রয়েছে। আর মূলত অতিরিক্ত সময় ধরে রাইস কুকারে ভাত রান্না করলে অর্থাৎ নির্দিষ্ট সময় পার হওয়ার পর যদি রাইস কুকার অন থাকে তাহলে ভাত পুড়ে যেতে পারে।

লেখকের মন্তব্য

আশা করছি আপনারা আজকের এই পোস্টটিতে রাইস কুকারের দাম কত ও কিয়াম। রাইস কুকারের দাম কত এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। মূলত আজকের পোস্টটিতে সকল প্রকার কোম্পানির রাইস কুকারের দাম তুলে ধরা হয়েছে। আপনার যে কোম্পানি পছন্দ সেই কোম্পানির রাইস কুকার গুলো কিনতে পারেন। আমরা দাম গুলো তুলে ধরার চেষ্টা করেছি। এখন আপনি কত দামের মধ্যে রাইস কুকার কিনতে চাচ্ছেন সেগুলো বাছাই করে ক্রয় করুন। আমরা পোস্টটিতে বিভিন্ন মডেলের বিভিন্ন দামের মধ্যে রাইস কুকার গুলো সম্পর্কে তুলে ধরেছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url