ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয় - ডিজিটাল মার্কেটিং A to Z

আপনারা কম বেশি সবাই জানেন ডিজিটাল মার্কেটিং কি। অনেকে আছেন যারা জানেন না ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়। ডিজিটাল মার্কেটিং করে অনেক রকম উপায়ে আয় করা যায় যা আমরা আগে জেনে এসেছি। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয় এবং ডিজিটাল মার্কেটিং A to Z তা নিয়ে আলোচনা করব।
ডিজিটাল মার্কেটিং A to Z
সূচিপত্রঃডিজিটাল মার্কেটিং করতে হলে আগে আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা নিয়ে এবং ডিজিটাল মার্কেটিং এ কি কি শেখানো হয় এ সম্পর্কে জানতে হবে। কারণ ডিজিটাল মার্কেটিং এমন একটি প্রসেস যা ব্যবহার করে আপনারা আয় করতে পারবেন।

ভূমিকা

বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে পৃথিবীর বিভিন্ন মানুষ ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজেদেরকে ক্যারিয়ার গড়ে তুলতে সক্ষম হচ্ছে। সাধারণত আমরা জানি ডিজিটাল মার্কেটিং একটি মুক্ত পেশা। এটি আপনি চাকরি অথবা পড়াশোনার পাশাপাশি আপনার অবসর সময় করতে পারবেন। আপনাদের মধ্যে এমন মানুষ আছে যারা ডিজিটাল মার্কেটিং এর কয়টি সেক্টর রয়েছে সেই সম্পর্কে
তেমন কিছু জানেন। এই সম্পূর্ণ পোস্টটি জুড়ে আমি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করব।তাই আপনি যদি ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয় সম্পর্কে জানতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে আশা করি ডিজিটাল মার্কেটিং কি এবং এর প্রতিটা সেক্টর সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

ডিজিটাল মার্কেটিং কি - ডিজিটাল মার্কেটিং কাকে বলে

ডিজিটাল পদ্ধতিতে আপনার ব্যবসার পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াকে ডিজিটাল মার্কেটিং বলা হয়ে থাকে। আরেকভাবে বলা যায় আপনার ব্যবসাকে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে পণ্য, পরিষেবা বা ব্র্যান্ডের প্রচার করাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়ে থাকে। তবে এটি হতে পারে আপনার ইউটিউব চ্যানেল , ফেসবুক চ্যানেল , ফেসবুক পেজ , সার্চ ইঞ্জিন , ওয়েবসাইট , ইমেইল মার্কেটিং , google মাই বিজনেস ইত্যাদি মাধ্যম হতে পারে।
এছাড়াও মোবাইল, রেডিও, টেলিভিশন এর মাধ্যমে আপনার ব্যবসার পণ্য বা ব্যান্ডকে প্রচার করাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। এটি করে অতি সহজে আপনারা ব্যবসায় পরিচিতি সাথে সাথে আপনার ব্যবসা কে টিকিয়ে রাখার জন্য ডিজিটাল মার্কেটিং প্রয়োজন। আপনি যদি ব্যবসায় সফল এবং আয় করতে চান তাহলে আপনাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হবে এবং তা প্রয়োগ করতে হবে।

ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ

ডিজিটাল মার্কেটিং শেখার অনেকগুলো ধাপ রয়েছে। যা আপনাদের জেনে নেওয়া উচিত। চলুন ধাপগুলোর নাম জেনে নেওয়া যাক।
  • এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
  • এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং
  • কন্টেন্ট মার্কেটিং
  • ইন্সট্রাগ্রাম মার্কেটিং ও অটোমেশন
  • ইউটিউব মার্কেটিং
  • প্রোফাইল মার্কেটিং
  • লিড জেনারেশন
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম
  • এফিলিয়েট মার্কেটিং
  • ইমেইল মার্কেটিং
  • ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
  • লিংকডইন বিটুবি মার্কেটিং
  • সিপিএ মার্কেটিং
  • ফেসবুক মার্কেটিং
  • লোকাল জব মার্কেট টার্গেটিং
  • টুইটার মার্কেটিং
  • হ্যাশট্যাগ মার্কেটিং
  • কো'রা মার্কেটিং
  • পিন্টারেস্ট মার্কেটিং
  • ভিমো মার্কেটিং
  • রেডিট মার্কেটিং
  • লাইভ স্ট্রিম মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়

আপনার কি জানেন ডিজিটাল মার্কেটিং এ অনেক কিছু শেখানো হয় যার সাহায্য আপনার ব্যবসাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারবেন। আর এই আধুনিক যুগে আপনি যদি ব্যবসাকে সফল করতে চান তাহলে আপনাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অবশ্যই জানতে হবে। কেননা এই ডিজিটাল মার্কেটিং করেই আপনি বিজনেস এ সফল হতে পারবেন। নিম্নে উল্লেখ করা হলো কি কি শেখানো হয় ডিজিটাল মার্কেটিংয়ে।
  • ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট তৈরি 
  • ব্লগার ওয়েবসাইট তৈরি
  • ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি
  • আর্টিকেল রাইটিং ডিজিটাল মার্কেটিংয়ের জন্য
  • গুগল সার্চ কনসোল ও অ্যানালিটিক্স
  • SEO - সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
  • গুগল ম্যাপ ও গুগল মাই বিজনেস সেটআপ
  • গুগল এডসেন্স সেটআপ
  • অ্যাফিলিয়েট মার্কেটিং ও CPA মার্কেটিং
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং-SMM ও ইনফ্লুয়েন্সার মার্কেটিং
  • ইউটিউব মার্কেটিং
  • ফেসবুক মার্কেটিং
  • গুগল এডভার্টাইজমেন্ট
  • টুইটার মার্কেটিং
  • হ্যাশট্যাগ মার্কেটিং
  • লিংকডইন বিটুবি মার্কেটিং
  • কো'রা মার্কেটিং
  • পিন্টারেস্ট মার্কেটিং
  • ইন্সট্রাগ্রাম মার্কেটিং ও অটোমেশন
  • ভিমো মার্কেটিং
  • রেডিট মার্কেটিং
  • লাইভ স্ট্রিম মার্কেটিং
  • লিড জেনারেশন টেকনিক
  • ইমেল মার্কেটিং
  • ড্রপ শিপিং ও কুপন বিজনেস
  • ডিজিটাল অ্যাড এজেন্সি তৈরি করা
  • মার্কেটপ্লেস ওয়েবসাইটে কাজ করা
  • কমপ্লিট ডিজিটাল মার্কেটিং ব্যবসা দাঁড় করানো
তাহলে বুঝতে পারলেন ডিজিটাল মার্কেটিং শিখতে হলে অবশ্যই আগে জানতে হবে ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয় এ সম্পর্কে তা না হলে আপনি কোন বিষয়টি আগে শিখবেন সে সম্পর্কে কে বুঝতে পারবেন না।সাধারণত সকল ডিজিটাল মার্কেটিং শেখার প্রতিষ্ঠানে উক্ত বিষয়গুলো ডিজিটাল মার্কেটিংয়ের জন্য শেখানো হয়।ডিজিটাল মার্কেটিং এর প্রথম সেক্টরে রয়েছে SEO। 

অর্থাৎ এর পূর্ণরূপ হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ডিজিটাল মার্কেটিং এ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ এটি। সাধারণত আমরা সার্চ ইঞ্জিন কে গুগলের র‍্যাঙ্ক বলে থাকি। সাধারণত আমরা যখন কোন সার্চ ইঞ্জিনে যেকোনো তথ্য সার্চ করি তখন বিভিন্ন সার্চ ইঞ্জিন আমাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। মূলত এই উক্ত মাধ্যমকে সার্চ ইঞ্জিন

অক্টোমাইজেশন বলা হয়ে থাকে। এবার আসি এসিও কেন করা হয়।সাধারণত আমরা বিভিন্ন ওয়েবসাইট অথবা বিভিন্ন পোস্ট রেঙ্কে নিয়ে যাওয়ার জন্য এসিও করে থাকি। তাই আপনি যদি আপনার ওয়েবসাইট অথবা আপনার বিভিন্ন পোস্টে সঠিকভাবে এসিও করে রাখেন তাহলে এটি সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় দেখায়। সে ক্ষেত্রে মানুষ প্রথম পাতার পোস্টগুলোতেই বেশি ক্লিক করে। এক কথায়

আপনি মানুষকে বিভিন্ন কনটেন্ট এর মাধ্যমে অথবা বিভিন্ন পণ্য বিক্রি করতে চান। তাহলে আপনি অবশ্যই চাইবেন যে মানুষ সার্চ ইঞ্জিনে উক্ত পণ্যের বিষয়ে সার্চ করলে যেন প্রথম পাতায় আপনার পণ্য অথবা আপনার বিভিন্ন কনটেন্ট শো করে।মূলত এই কারণেই SEO করা হয়। বর্তমান সময়ে SEO শিখে

মানুষ নিজেদেরকে ক্যারিয়ার গড়ে তুলছেন। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন SEO কি। তাহলে আপনিও আপনার অবসর সময় নষ্ট না করে SEO এক্সপার্ট হয়ে আপনার ক্যারিয়ার গড়ে তুলুন এবং আপনার নিজের পরিশ্রমে অর্থ আয় করুন। চলুন এবার দেখে নি SEO কত প্রকার,,
  • টেকনিক্যাল এসইও
  • অন পেজ এসইও
  • কন্টেন্ট এসইও
  • অফ পেজ এসইও
  • লোকাল এসইও
  • মোবাইল এসইও
  • ই-কমার্স এসইও

সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)

মূলত আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখার বিভিন্ন পদ্ধতিকে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলে থাকি। এই সার্চ ইঞ্জিন মার্কেটিং কে সংক্ষেপে SEM বলা হয়। মূলত মানুষ তাদের ওয়েবসাইটের ভিজিটর অথবা বিভিন্ন পণ্য বৃদ্ধির উদ্দেশ্যে SEM ব্যবহার করে থাকেন। এছাড়াও বিশ্বের অনেক কোম্পানি তাদের কোম্পানির প্রচারণার জন্য SEM ব্যবহার করে থাকে। এক কথায় বিভিন্ন কোম্পানি SEM এর মাধ্যমে

বিভিন্ন ওয়েবসাইটে তাদের কোম্পানির এড দেখায়।সে ক্ষেত্রে আপনি যদি একজন সার্চ ইঞ্জিন মার্কেটার হন তাহলে বিভিন্ন বড় এবং ছোট কোম্পানি আপনাকে টাকার বিনিময়ে তাদের কোম্পানির অ্যাড দেখাতে বলবেন। মূলত এইভাবে আপনি SEM এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। আবার

এইটার পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য SEM ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন SEM মার্কেটিং আসলে কি। মূলত SEO এবং SEM প্রায় একই রকম সিস্টেমে কাজ করে থাকে।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)

সাধারণত সোশ্যাল মিডিয়া মার্কেটিং হল এক প্রকারের ডিজিটাল মার্কেটিং এর ভাগ। সংক্ষিপ্ত আকারে একে SMM বলা হয়ে থাকে।এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়া মার্কেট হল এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে মানুষ বিভিন্ন প্রকারের পণ্য এবং বিভিন্ন জিনিসপত্রের মার্কেটিং করে থাকেন এবং বিভিন্ন পণ্য বিক্রি করে থাকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অন্যতম প্ল্যাটফর্ম গুলো হল, ফেসবুক

ইউটিউব, ইনস্টাগ্রাম, লিংক ইন এবং টুইটার সহ ইত্যাদি প্লাটফর্ম। মূলত এই প্ল্যাটফর্ম গুলোতে মানুষ বিভিন্ন পণ্যের মার্কেটিং করে থাকে।বিভিন্ন পণ্যের পাশাপাশি নতুন নতুন শুরু করা কোম্পানির মার্কেটিংও করে থাকেন এই প্লাটফর্ম গুলো থেকে। বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর চাহিদা

অনেক আকারে বেড়ে গেছে। বর্তমানে স্মার্টফোন প্রায় সবার হাতেই রয়েছে। আর এই স্মার্টফোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পণ্য কেনাবেচা করে এবং বিভিন্ন পণ্যের মার্কেটিং করে মানুষ নিজেদেরকে ক্যারিয়ার গড়ে তুলছে। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন SMM আসলে কি।

কনটেন্ট মার্কেটিং (Content Marketing)

কনটেন্ট মার্কেটিং হল এমন একটি মার্কেটিং যার মাধ্যমে মানুষ বিভিন্ন মূল্যবান কনটেন্ট তৈরি করে এবং সেই কন্টেন্ট গুলো মানুষের কাছে পৌঁছায় দেয়। একজন মানুষ বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতে পারে যেমন, আওয়াজ দিয়ে, রাইটিং করে, ভিডিও করে এবং গ্রাফিক্সের বিভিন্ন কাজ করে। এক কথায় কনটেন্ট রাইটিং হল মানুষ যে কনটেন্টগুলো পছন্দ করে সেই কনটেন্ট গুলো তৈরি করা এবং

জনসাধারণের কাছে সেই কনটেন্ট গুলো শেয়ার করা অথবা পৌঁছে দেওয়া।মূলত আপনি একটি বিষয় সম্পর্কে জানতে চান। তখন আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিনে, ফেসবুকে অথবা ইউটিউবে ওই বিষয়টি লিখে সার্চ করেন। সেক্ষেত্রে ইউটিউবে এবং ফেসবুকে হলে ভিডিও আকারে বিভিন্ন কনটেন্ট। তার সাথে সাথে googleঅথবা বিভিন্ন সার্চ ইঞ্জিনে হলে বিভিন্ন ধরনের আর্টিকেল অথবা ব্লগ পোস্টের মাধ্যমে সেটি

আপনাকে জানানো হয়।এক কথায় যদি বলি কনটেন্ট মার্কেটিং এর উদ্দেশ্য হল উনার প্রয়োজনীয় বিভিন্ন কনটেন্ট তৈরি করে আপনিসহ বিভিন্ন মানুষকে আকর্ষিত করা। বর্তমান সময়ে বাংলাদেশসহ দেশের বাহিরে বিভিন্ন মানুষ কনটেন্ট তৈরি করে মানুষের মনোরঞ্জন করছে। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন কন্টেন্ট মার্কেটিং আসলে কি।

ই-মেইল মার্কেটিং (Email Marketing)

মূলত ইমেইল মার্কেটিং হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার নিজের পণ্য অথবা বিভিন্ন ধরনের সার্ভিস মানুষের কাছে প্রচার করে বিক্রি করার একটি মাধ্যম। ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আপনি একসাথে অনেক জনকে আপনার ইমেইল সেন্ড করতে পারবেন। ইমেইল সেন্ড করার মাধ্যমে আপনার বিভিন্ন পণ্য এবং বিজনেস অথবা সেবা লোকদের কাছে খুব সহজেই পৌঁছায় দিতে

পারবে।আপনি যদি ইমেইল মার্কেটিং করেন তাহলে আপনার বিভিন্ন পণ্য অথবা বিভিন্ন সেবা মুহূর্তের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে পৌঁছিয়ে যাবে। আর এই ইমেইল ব্যবহার করে আপনি একদম ফ্রিতে হাজার হাজার মানুষের কাছে আপনার মেসেজ পৌঁছায় দিতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ইমেইল মার্কেটিং কি।

অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)

সাধারণত এফিলিয়েট মার্কেটিং এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা বিভিন্ন পণ্য কেনাবেচা করি। সহজ ভাষায় বলতে গেলে এই মার্কেটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইটের অথবা বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্য যদি বিক্রয় করি তাহলে উক্ত পণ্যের কিছু পরিমাণ কমিশন আমরা পাই। মূলত এটি অ্যাফিলিয়েট মার্কেটিং। আরো সহজভাবে বলতে গেলে এফিলিয়েট মার্কেটিং হল বিভিন্ন পণ্য কেনাবেচা করার জায়গা। বিভিন্ন এফিলিয়েট মার্কেটিং রয়েছে যেমন:
  • Amazon.com
  • daraz.com
  • alibaba.com
  • walmart.com
  • ebay.com
আপনি চাইলে উপরের দেখানো পাঁচটি সাইট থেকে ঘুরে দেখে আসতে পারেন।তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন এফিলিয়েট মার্কেটিং আসলে কি। সর্বশেষ আমি বলব অযথা নিজের সময় নষ্ট না করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলুন।

ডিজিটাল মার্কেটিং শিখে ব্যবসা দাঁড় করানো

ডিজিটাল মার্কেটিং শিখে আপনারা অনেক ধরনের ব্যবসা করতে পারবেন। চলুন আমরা জেনে নেই ডিজিটাল মার্কেটিং শিখে কি কি ব্যবসা করা যায়।
  • ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজনেস আইডিয়া তৈরি করা
  • ওয়েবসাইট বিক্রি করে ইনকাম করা
  • Buying কিওয়ার্ড র‍্যাংক করে টাকা ইনকাম করা
  • লোকাল ব্যবসা প্রমোশন করা
  • ডিজিটাল এড এজেন্সি করে আয় করা
  • লোকাল এড পাবলিশিং সিস্টেম দাঁড় করিয়ে আয় করা
  • পার্সোনাল ওয়েবসাইট তৈরি করে আয় করা
  • ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করা
  • আর্টিকেল লিখে আয় করা
  • গুগল এডসেন্স সেল করা আয় করা
  • কোর্স বিক্রি করে ইনকাম করা
  • ব্যাকলিংক সেল করা আয় করা
  • SEO সার্ভিস বিক্রি করে ইনকাম করা
  • গুগল ম্যাপ ও গুগল মাই বিজনেসের সাহায্যে ইনকাম করা
  • Automation ও চ্যাটবট তৈরি করা আয় করা
  • সোশ্যাল মিডিয়া ও ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে আয় করা
  • মার্কেটপ্লেস ওয়েবসাইটের বিজনেস
  • লোকাল জব মার্কেট টার্গেট করে বিজনেস করা
  • ইকমার্স বিজনেস সেটআপ
  • অ্যাফিলিয়েট মার্কেটিং ও CPA মার্কেটিং করে ইনকাম করা

ডিজিটাল মার্কেটিং কোর্স pdf

আপনারা কি ডিজিটাল মার্কেটিং কোর্স পিডিএফ খুঁজে বেড়াচ্ছেন। যদি না খুঁজে পেয়ে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। এখন আমরা ডিজিটাল মার্কেটিং এর pdf সম্পর্কে জানব এবং pdf ওয়েবসাইট দেওয়া হবে।ডিজিটাল মার্কেটিং কোর্স pdf ওয়েবসাইট লিংক https://www.ordinaryit.com/2021/08/Digital-Marketing.html.

ডিজিটাল মার্কেটিং শেখার প্রতিষ্ঠান

বর্তমানে ডিজিটাল মার্কেটিং শেখার অনেক প্রতিষ্ঠান রয়েছে। যেখানে আপনারা কোর্স করে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে কাজ করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে ডিজিটাল মার্কেটিং শেখার প্রতিষ্ঠান গুলো সম্পর্কে জেনে নেই।

বর্তমানে জনপ্রিয়তার দিক দিয়ে ডিজিটাল মার্কেটিং শেখার প্রতিষ্ঠান এর নাম হল অর্ডিনারি আইটি। আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং সাথে ইনকাম করতে চান তাহলে আপনাকে একটি ভালো প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। তার মধ্যে অর্ডিনারি আইটি অন্যতম। এখানে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইনে আয় সহ ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত সকল কিছু জানতে পারবেন। 

এ পর্যন্ত অর্ডিনারি আইটিতে ২৪০০০ স্টুডেন্ট অর্থাৎ মানুষ ডিজিটাল মার্কেটিং শিখেছে। এখানে ডিজিটাল মার্কেটিং শিখে আপনারা শুধুমাত্র একটা উপায় নাই অনেকগুলো উপায়ে ইনকাম করতে পারবেন। তাদের ওয়েবসাইট ordinaryit। এছাড়া এখানে আপনারা অনলাইনে কোর্স করার সুযোগ রয়েছে।

বর্তমানে আরেকটি অনলাইন এ ডিজিটাল মার্কেটিং শেখার জনপ্রিয় প্রতিষ্ঠান রয়েছে। যার নাম হল এস আর ডিম আইটি(SR DREAM IT)। এটি বর্তমানে অনলাইনে ডিজিটাল মার্কেটিং শেখার জনপ্রিয় প্রতিষ্ঠান হিসেবে রয়েছে। এখানে হাজার হাজার মানুষ অনলাইনে ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইনে আয় করছে। এদের ওয়েবসাইট srdreamit.com.

এছাড়া আরো প্রতিষ্ঠান রয়েছে যা আপনারা গুগলে সার্চ দিয়ে তাদের রিভিউ এবং রেটিং দেখে বুঝতে পারবেন যে কোন প্রতিষ্ঠানটি আপনার জন্য ভালো হবে।তবে আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং শেখার জন্য দুটি সেরা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছি।

বাংলাদেশের সেরা ডিজিটাল মার্কেটিং কোম্পানি তালিকা

  • Ordinary IT
  • RAM IT
  • AMERICAN BEST IT LTD
  • Khan IT
  • CreativeVenille
  • IMDB Agency
  • Brainjet Agency
  • MAGNETO DIGITAL COMPANY LIMITED
  • Webell Digital
  • Brandsmith
  • Best SEO Bd
  • I am creative
  • bizcop
  • Visor X
  • Notionhive
  • MaxGion IT
  • CO Design
  • Digital Marketing Solutions Pvt
  • Analyze Bangladesh Limited
  • PURPLEBOT DIGITAL LIMITED
  • The hype is covered
  • Netaloft
  • Generation Digital Limited
  • SOFTWIND LIMITED
  • GoFreelancer
  • Eiconik Academy
  • Advance IT BD
  • Creative IT
  • SoftTech-IT
  • NextBangla IT Institute

শেষ কথা 

প্রিয় পাঠক আশা করছি আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে পেরেছেন এবং কোথায় ডিজিটাল মার্কেটিং শিখবেন বা কোর্স করবেন সেগুলো সম্পর্কে জানতে পেরেছেন। আপনার ডিজিটাল মার্কেটিং শিখে অনায়াসে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এর সাথে সাথে আপনার যদি কোন বিজনেস থেকে থাকে তাহলে সেটি প্রমোট করতে পারবেন। 

এবং আপনার পণ্য সবার কাছে পরিচিত বাড়াতে ডিজিটাল মার্কেটিং করতে পারেন। বর্তমানে ব্যবসায়িক কাজে সফল হতে হলে ডিজিটাল মার্কেটিং জানার প্রয়োজন। আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর এ ধরনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

বিজ্ঞাপন