Telegram group

ordinarybdgnews

ওয়ালটন গ্যাসের চুলার দাম 2024 - walton gaschula price

বর্তমান আধুনিক যুগে আমরা সকলের প্রায়ই রান্নার কাজে গ্যাসে চুলা ব্যবহার করে থাকি। তবে অনেকে আছে যারা গ্যাসের চুলার দাম জানেনা। বিশেষ করে ওয়ালটন গ্যাসের চুলার দাম সম্পর্কে তারা অনেকেই জানে না। এজন্যই আমরা আজকের পোস্টটিতে ওয়ালটন গ্যাসের চুলার দাম ২০২৪ ও গ্যাসের চুলার দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ওয়ালটন গ্যাসের চুলার দাম ২০২৪ ও গ্যাসের চুলার দাম
পোস্টসূচিপত্রঃতাই আপনি যদি সঠিক গ্যাসের চুলার দাম জেনে গ্যাসের চুলা ক্রয় করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে আশা করি আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

ভূমিকা 

যত বছর পেরিয়ে যাচ্ছে ঠিক তত পৃথিবী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন শুরু করছে। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে আমাদের চলাফেরা আমাদের কাজ সব সহজ করে তুলছে। যেমন, আগে সাধারণত মানুষ মাটির চুলায় রান্না করতো। কিন্তু বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য আবিষ্কৃত হয়েছে গ্যাসের চুলা। যার কারণে মানুষ এখন মাটির চুলায় গাছের কাঠ অথবা খড়ের বদলে রান্নার কাজে ব্যবহার করছেন গ্যাসের চুলা। এতে করে তাদের সময়ের পাশাপাশি টাকাও বেঁচে যাচ্ছে।
আপনারা অনেকেই আছেন যারা গ্যাসের চুলার সঠিক দাম সম্পর্কে জানতে চান। মূলত আপনাদের জন্যই আমার এই সম্পন্ন পোস্ট। এই সম্পূর্ণ পোস্টটি জুড়ে আমি সকল গ্যাসের চুলার দাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনি যদি সঠিক মূল্য জেনে গ্যাসের চুলা ক্রয় করতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইল। চলুন দেরি না করে শুরু করা যাক।

ওয়ালটন গ্যাসের চুলার দাম ২০২৪

আমরা সকলেই প্রায় ওয়ালটন কোম্পানির নাম শুনেছি। এটা আমাদের দেশীয় ওয়ালটন কোম্পানি। তারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি করে আসছে। তাছাড়াও তারা গ্যাসের চুলাও তৈরি করছে। তাদের তৈরি গ্যাসের চুলা বর্তমানে অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ কম দামের মধ্যে দীর্ঘস্থায়ী একটি ভালো মানের গ্যাসের চুলা পাওয়া যাচ্ছে। আপনারা যেহেতু ওয়ালটন গ্যাসের চুলা কিনতে চাচ্ছেন এজন্যই ওয়ালটন গ্যাসের চুলার দাম সম্পর্কে জানতে পোস্টটিতে এসেছেন। 
বর্তমানে বাজারে সকল কিছুর দামের উর্ধ্বগতির কারণে অনেক দোকানদার ওয়ালটন গ্যাসের চুলার দাম গুলো বেশি চাইতে পারে। এজন্য আপনাদের অবশ্যই গ্যাসের চুলা কেনার আগে সঠিক দাম জেনে কিনতে যাইতে হবে। আপনারা তাহলে গ্যাসের চুলা কেনার আগে অনলাইন এর মাধ্যমে গ্যাসের চুলা গুলোর সঠিক দাম জেনে নিবেন। তাহলেই বাজারে গিয়ে দোকানে দামদর করে সঠিক দামে গ্যাসের চুলা কিনতে পারবেন। নিচে কিছু ওয়ালটন গ্যাসের চুলার দাম ২০২৪ তুলে ধরা হলোঃ

Walton WGS DS2 (LPG/NG) গ্যাসের চুলার দাম

  • এই ওয়ালটন গ্যাসের চুলাটির বাজার মূল্য ২৯৯৫ টাকা
  • গ্যাসের চুলাটি হল ডাবল গ্যাসের চুলা অর্থাৎ গ্যাসের চুল দুটি রয়েছে।
  • এই মডেলের গ্যাসের চুলাটি স্টিইনলেস স্টিল বডি দিয়ে তৈরি করা হয়েছে।
  • গ্যাসের চুলাটি স্টেনলেস স্টিল বডি দিয়ে তৈরি করার কারণে মরিচার ধরবেনা।
  • তাছাড়াও এই গ্যাসের চুলাতে বারনার রয়েছে যেটি সাধারণত স্টেনলেস স্টিল দ্বারা তৈরি।

Walton gas stove (WGS-GDB10R) গ্যাসের চুলার দাম

  • চুলার মডেল নাম্বারঃ WGS-GDB10R
  • গ্যাসের চুলাটির বর্তমান দামঃ ৫৩৯০ টাকা
  • বিভিন্ন ধরনের কালারের পাওয়া যাচ্ছে।
  • উপাদানঃ স্টেনলেস স্টিল ও দস্তা খাদ দিয়ে তৈরি করা হয়েছে।
  • ব্র্যান্ড নামঃ ওয়ালটন

Walton gas stove ( WGS- 23CB(LPG/NG) গ্যাসের চুলার দাম ২০২৪

  • চুলার মডেল নংঃ WGS- 23CB(LPG/NG
  • বাজার মূল্যঃ ১২৯৯৫ টাকা
  • চুলা সংখ্যাঃ ২টি/ডাবল গ্যাসের চুলা
  • কালারঃ বিভিন্ন ধরনের মিক্সড কালার রয়েছে।
  • ব্র্যান্ড নেমঃ walton

গ্যাসের চুলার দাম ২০২৪

আপনারা অনেকেই ওয়ালটন গ্যাসে চুলের দাম সহ অন্যান্য গ্যাসের চুলার দাম সম্পর্কে জানতে চান। তাই আপনাদের সুবিধার জন্য আমরা এই অংশে গ্যাসের চুলার দাম সম্পর্কে আলোচনা করব। বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির গ্যাসের চুলা রয়েছে। যার মধ্যে ওয়ালটন কোম্পানি সাশ্রয়ী মূল্যে গ্যাসে চুল্লা দিচ্ছে। অন্যান্য কোম্পানির গ্যাসের চুলা গুলো ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। আর এজন্য আপনারা সকল গ্যাসের চুলার দাম সম্পর্কে জানতে চাচ্ছেন। এবার চলুন আর কথা না বাড়িয়ে গ্যাসের চুলার দাম সম্পর্কে জেনে নেই।

    গ্যাসের চুলার নাম

চুলার বিবরণ এবং বৈশিষ্ট্য

      গ্যাসের চুলার দাম 

Midea MGB 412 NG

LPG Gas Burner

৭,৯০০ টাকা

Rizco RTZ - 307 NG

LPG Gas Burner

৫,২০০ টাকা

Midea MGB pro 414

Auto-Timer Gas Burner

১৯,৫০০ টাকা

Rizco RGB ST 422

Gas Stove

৫,২০০ টাকা

Rizco RGB 417

60% Gas Saving Burner

১১,৫০০ টাকা

Rizco RGBCPT 418 NG

LPG Gas Burner

৭,০০০ টাকা

Rizco RGB BIH SS 419

Gas Burner Stainless Steel LPG

১৩,৫০০ টাকা

Rizco RGB BIH BL 36

50% Gas Saving Burner

 ৩০,০০০ টাকা

Midea MGB 415

Gas Burner

৪,৫০০ টাকা
উপরে আমি গ্যাসের চুলার নাম এবং দামের তালিকা তুলে ধরেছি। উক্ত তালিকা দেখে আশা করি আপনি গ্যাসের চুলার বিভিন্ন রকমের দাম এবং মডেল সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ

আমাদের অনেকেরই সিঙ্গেল গ্যাসের চুলায় সমস্যা হয়ে থাকে। বিশেষ করে যাদের পরিবার বড় অর্থাৎ পরিবারের মানুষ সংখ্যা বেশি খাবার রান্না করতে হয় বেশি করে এজন্য তাদের ডাবল গ্যাসের চুলার দরকার হয়। তাইতো আপনারা ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ সম্পর্কে জানতে আজকে এই অংশটিতে এসেছেন। তবে চিন্তিত হওয়ার কোন কারণ নেই , আজকের এই অংশটিতে ডাবল গ্যাসের চুলের দাম আলোচনা করব। নিজের ছকে ডাবল গ্যাসের চুলের দাম তুলে ধরা হলোঃ

গ্যাসের চুলার নাম

চুলার বিবরণ এবং বৈশিষ্ট্য

গ্যাসের চুলার দাম

Midea MGB 411

Tempered Glass Gas Burner

১৩,৫০০ টাকা

Rizco RGB BIH 35

50% Gas Saving LPG Burner

৩০,০০০ টাকা

Midea MGB 413

Glass Top Gas Burner

১০,৯০০ টাকা

Rizco RGB BIH SS 419

LPG Gas Burner

১৩,৫০০ টাকা

Midea Maesta Built-In Hob 3

Burner Gas Stove

  ৩৩,০০০ টাকা

আমি উপরে অনেকগুলো গ্যাসের চুলার সঠিক দাম তুলে ধরেছি। উপরের দেখানো গুলো গ্যাসের চুলার মধ্যে থেকে আশা করি আপনার কোন না কোন চুলা পছন্দ হয়ে যাবে।

আরএফএল গ্যাসের চুলার দাম । আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম

অনেক সময় আপনারা কম দামে ভালো মানুষ গ্যাসের চুলা খুজে থাকেন। আমি নিচে তিনটি কম দামের ভালো মানের চুলার তুলে ধরার চেষ্টা করব। আপনার বাজেট যদি তিন হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনি এই তিনটি গ্যাসের চুলার মধ্যে একটি ক্রয় করতে পারেন।চলুন আরএফএল গ্যাসের চুলার দাম দেখে নেওয়া যাক। তবে আপনারা আরএফএল ডাবল গ্যাসের চুলার দামও সম্পর্কে জানতে পারবেন।

গ্যাসের চুলার নাম

ওয়ারেন্টি

  তাপ প্রবাহ

গ্যাসের চুলার দাম

RFL Double Gas Auto Stove 2 - 11 SBC

১ বছর

৪.৩ / ৪.৪

২,৯৯৯ টাকা

Double ss stove 2 – 41 (LPG)

১ বছর

৪.৩ / ৪.৪

১,৬৫০ টাকা

RFL single ss auto gas stove NG A – 102

১ বছর

৪.৩ / ৪.৪

১,২২০ টাকা

আমি উপরে আরএফএল তিনটি গ্যাসের চুলার দাম তুলে ধরেছি। ওপরে তথ্য দেখে আশা করি আপনি সমস্ত কিছু বুঝে যাবেন।

অন্যান্য আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম

আমরা নিম্নে আপনাদের সুবিধার জন্য আরএফএল কোম্পানির উন্নত মানের ডাবল গ্যাসের চুলার দাম সম্পর্কে আলোচনা করছি। তাই গুরুত্ব সহকারে গ্যাসের চুলার দাম গুলো জেনে নিন।

গ্যাসের চুলার নাম

গ্যাসের চুলার মূল্য

Double glass gas stove 26 GR (LPG)

৫৪০০ টাকা

RFL angel gas stove

২৫৫০ টাকা থেকে ৩১৫০ টাকা

RFL gas stove ( 2 Burner )

৩৮০০ টাকা থেকে ৪৫০০ টাকা

RFL double Burner gas stove

৪৫০০ টাকা থেকে ৫০০০ টাকা

RFL tempered glass top gas stove

৩৯০০ টাকা থেকে ৪৫০০ টাকা

ওয়ালটন গ্যাসের চুলার দাম

বর্তমানে আমাদের দেশীয় ওয়ালটন কোম্পানি বাজারে বিভিন্ন ধরনের ও বিভিন্ন মডেলের গ্যাসের চুলা এনেছে। এসব গ্যাসের চুলা যেমন উন্নত মানের তেমন দামের দিক দিয়েও সাশ্রয়ী। আপনার কম দামের মধ্যে ভালো মানের ওয়ালটন গ্যাসের চুলা কিনতে পারবেন। যেগুলো আপনারা বছরের পর বছর ব্যবহার করতে পারবেন। নিম্নে কিছু ওয়ালটন গ্যাসের চুলার দাম তুলে ধরা হলোঃ

গ্যাসের চুলার নাম

গ্যাসের চুলার দাম

Walton WGS-SSB3 (LPG)

১২৯০ টাকা

WGS-SSC3 (LPG)

১৬০০ টাকা

WGS-SSB1 (LPG)

  ১৩০০ টাকা

WGS-SSC1 (LPG)

১৬০০ টাকা

WGS-SSH1 (LPG)

১৪৫০ টাকা

WGS-SSH3 (LPG)

১১০০ টাকা

WGS-SCE1 (LPG)

১১৫০ টাকা

WGS-SS1 (LPG)

১৩৫০ টাকা

WGS-SSB2 (LPG)

১৩৪০ টাকা

WGS-SSC2 (LPG)

১৬০০ টাকা

WGS-DS1 (LPG / NG)

২২৯০টাকা

WGS-DSC3 (LPG / NG)

২৩৯০ টাকা

WGS-DSB3 (LPG / NG)

২৪০০ টাকা

WGS-DSH3 (LPG / NG)

৩০০০ টাকা

WGS-DSB1 (LPG / NG)

৩৫০০ টাকা

WGS-DSC1 (LPG / NG)

৩০০০ টাকা

WGS-NSC1501 (LPG / NG)

২৪০০ টাকা

WGS-DSC2 (LPG / NG)

৩১০০ টাকা

WGS-DSH1 (LPG / NG)

২৪৫০ টাকা

WGS-DSH2 (LPG / NG)

৩০০০ টাকা


শেষ কথা

এই সম্পূর্ণ পোস্টটি জুড়ে আমি ওয়ালটন গ্যাসের চুলার দাম ২০২৪  সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এই সম্পূর্ণ পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য পেতে ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ সম্পূর্ণ পোষ্টটি পড়ার পর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url