Telegram group

ordinarybdgnews

থিয়োভিট এর কাজ কি ও থিয়োভিট এর দাম কত?

আপনারা নিশ্চয়ই থিয়োভিট এর নাম শুনেছেন। এটি সাধারণত ফসলের জমিতে ফসলের বিভিন্ন রোগে ব্যবহার করা হয়ে থাকে। তার জন্য আপনারা থিয়োভিট এর কাজ কি এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান। এর ফলে আমরা আপনাদের সুবিধার্থে থিয়োভিট এর কাজ কি ও থিয়োভিট এর দাম কত? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব। তাই আপনি যদি থিয়োভিট এর দাম কত এ সম্পর্কে জানতে চান তাহলে এখনি পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
থিয়োভিট এর দাম কত - থিয়োভিট এর কাজ কি
প্রিয় পাঠক আপনারা যদি থিয়োভিট এর কাজ কি এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন তাহলে জানতে পারবেন।
পোস্টসূচিপত্রঃ

সূচনা

আপনারা কি জানেন থিয়োভিট ফসলের জমিতে ব্যবহার হয়ে থাকে। এটি ফসলের জমিতে ফসলের বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে ছত্রাক জনিত রোগ নিরাময় করার জন্য ব্যবহার করা হয়। আপনাদের অবশ্যই এটি ব্যবহার করার পূর্বে তার ব্যবহারবিধি ও থিয়োভিট এর কাজ কি এ সম্পর্কে জেনে রাখা উচিত। কারণ সঠিক ব্যবহার করার ফলে আপনারা জমিতে ভালো পালন পাবেন। জমিতে ফসলের পাতার ঝলসানো রোগ সহ বিভিন্ন রকম রোগের পোকামাকড় দমনে ব্যবহার করা হয়।
তবে এর থেকে ভালো ফলাফল পেতে অবশ্যই সঠিক ব্যবহার করতে হবে। অর্থাৎ ব্যবহারের নিয়ম জেনে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। আজকের এই পোস্টটিতে আমরা থিয়োভিট এর কাজ কি ,থিয়োভিট এর দাম কত? ,থিয়োভিট ব্যবহারের নিয়ম সম্পর্কে আলোচনা করব। তাই সকল কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

থিয়োভিট এর কাজ কি 

থিয়োভিট সাধারণত একটি দানাদার সালফার। যা ফসলের জমিতে ছত্রাক নাশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আপনারা অনেকেই থিয়োভিট এর কাজ কি এ সম্পর্কে জানতে চান। আর এজন্য গুগলে সার্চ করে থাকেন তবে কোথাও সঠিক তথ্য খুঁজে পান না। তবে আজকের পোস্টটির মাধ্যমে আপনারা থিয়োভিট এর কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এটি ফসলের জমিতে বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে কাজ করে থাকে। তাছাড়া ফসলের গুনাগুন বৃদ্ধিতেও কার্যকরী। চলুন আর কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক থিয়োভিট এর কাজ সম্পর্কে।
  • এটি ব্যবহার করার ফলে জমিতে ফসলে মাকড়সানাশক ও ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা হয়।
  • এছাড়াও ফসলের গুনাগুন বৃদ্ধিতে ব্যবহার করা যেতে পারে।
  • সবুজ শাকসবজি সতেজ রাখতে ও আকার বৃদ্ধি করতে থিয়োভিট ব্যবহার করতে পারেন।
  • ফসলের জমিতে গাছের পাতা ঝলসানো রোগ দমনে এটি অধিক কার্যকরী।
  • জমিতে পোকামাকড় দমন করতে এটি কাজ করে।
  • থিয়োভিট এর অন্যতম কাজ হলো জমিতে বিভিন্ন ধরনের রোগ নিরাময় করা ও পোকামাকড় দমন করা।
  • এছাড়াও ধানের গাছ বৃদ্ধিতে এবং ধানের গোছা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। এখানে আপনি যদি একটি ধানের গাছ লাগান তাহলে এটি ব্যবহার করার ফলে একাধিক গাছ উৎপাদন হয়ে যাবে।
  • থিয়োভিটে সালফার যৌগ রয়েছে যেটি ধানের গোছা বৃদ্ধি ও সুন্দর করতে সহায়তা করে।
  • তাছাড়াও থিয়োভিট ব্যবহার করার ফলে ধানের ফলন বৃদ্ধি করা যায় , তবে মনে রাখা ভালো এটি একবার ধানের গাছে ব্যবহার করতে হয়।
  • থিয়োভিট ব্যবহার করা হলে ধান সহ বিভিন্ন ফসলের শিকড়ের সংখ্যা বাড়ানো যায়। এর ফলে গাছ মজবুত হয় এবং অধিক পুষ্টি পায়।
  • তাছাড়া এটি ফসলের জমিতে গাছের কূসির সংখ্যা বৃদ্ধি করে থাকে।
  • এই ছত্রাকনাশক আপনি যদি জমিতে ব্যবহার করেন তাহলে ইউরিয়া সার বেশি ব্যবহার করতে হবে না।
  • তবে দেখা গেছে শাকসবজি জাতীয় গাছে পাউডারি মিলডিউ নামক এক ধরনের রোগ হয়। এটি নিরাময় করতে থিয়োভিট ব্যবহার করতে পারেন।
  • এছাড়াও মরিচ গাছের পাতা যদি কোকড়ানো রোগ হয় বা কুঁকড়ে যায় তাহলে এটি ব্যবহার করার ফলে এই কোকড়ানো রোগ দমন করা যায়।
  • এটি ব্যবহার করার ফলে ফসলের জমিতে ফসলের ফলন তিনগুণ পর্যন্ত পেয়ে যেতে পারে। তবে সঠিক পরিমাণ ব্যবহার করতে হবে।
আশা করছি আপনারা থিয়োভিট এর কাজ কি এ সম্পর্কে ভালোভাবে বুঝে গেছেন। তবে এটি ব্যবহার করার পূর্বে সতর্ক থাকতে হবে। ব্যবহার বিধি মেনে এবং ব্যবহারের নিয়ম জেনে ব্যবহার করতে হবে তা না হলে ফসলের ক্ষতি হতে পারে। তবে এটি ব্যবহার করার পূর্বে কৃষি অধিদপ্তরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। তারা আপনাকে সঠিক ব্যাপার বলে এবং কখন ব্যবহার করতে হবে এর পরামর্শ দিয়ে দেবে।

থিয়োভিট এর দাম কত

আপনারা তাহলে এতক্ষণে থিয়োভিট এর কাজ কি এ সম্পর্কে জানতে পারলেন। তবে এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার সঠিক দাম জেনে কিনে ব্যবহার করা উচিত। এই পণ্যটি বর্তমানে বাংলাদেশে তৈরি করা হয়। বাংলাদেশের বিভিন্ন কীটনাশক ওষুধ কোম্পানি তৈরি করে থাকে। আজ আমার এই পোষ্টের মাধ্যমে এই অংশে থিয়োভিট এর দাম কত এ সম্পর্কে আলোচনা করব। 

এই থিয়োভিট ফসলের জমি রোগমুক্ত রাখতে ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে এটি ফসলের জমিতে ফলন বৃদ্ধি করতে ব্যবহার করা হয় , তাছাড়াও জমিতে ছত্রাক নাশক ও পোকামাকড় দমনে ব্যবহার করা হয়ে আসছে। এছাড়া এটি বিভিন্ন ধরনের উপকার করে থাকে ফসলের জমিতে যার ফলে আপনারা ব্যবহার করে আসছেন। আর এজন্য আপনাদের অবশ্যই যারা নতুন তারা ব্যবহার করার পূর্বে এর কাজগুলো কি তা সম্পর্কে জেনে নেওয়া উচিত । 

থিয়োভিট এর দাম কত এই সম্পর্কে সঠিক জানা উচিত।সিনজেনটা কোম্পানি এই কীটনাশকটি তৈরি করেছে।থিয়োভিট এর দাম তার প্যাকেটের গায়ে লেখা রয়েছে।থিয়োভিট এর দাম হল ২২০ টাকা। তবে আপনি এই প্যাকেটের গায়ে লেখা দাম দেখে কিনতে পারবেন। তবে প্যাকেটের গায়ে যত দাম লেখা রয়েছে আপনারা এর থেকে কম দামে কিনতে পারবেন।

থিয়োভিটের উপকারিতা | থিয়োভিট এর কাজ 

আপনার অনেক আগেই থিয়োভিট এর কাজ সম্পর্কে জেনেছেন। এই থিয়োভিট ফসলের জমিতে কি কাজ করে অর্থাৎ এটি কি উপকার করে এ সম্পর্কে জেনে রাখা উচিত। কারণ এই কীটনাশক আপনার ফসলের জমিতে কি ধরনের উপকার করবে অর্থাৎ এর উপকারিতা কি এ সম্পর্কে জানলে আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। তাই আমরা এই অংশে থিয়োভিটের উপকারিতা সম্পর্কে আলোচনা করব। এবার আর বেশি কথা না বলে চলুন জেনে নেই থিয়োভিটের উপকারিতাগুলোঃ
  • এই উপাদানটি গাছের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। গাছের খাদ্য তৈরিতে সহায়তা করতে পারে।
  • থিয়োভিট গাছে ক্লোরোফিল সংঘটিত হওয়ার জন্য সহায়তা করে থাকে অর্থাৎ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল ঘটানোর মাধ্যমে খাদ্য উৎপাদনের সহায়তা করে থাকে।
  • একটি ব্যবহার করলে ফসলের জমিতে ফসল গুলো অতি সহজেই নাইট্রোজেন ও ফসফরাস গ্রহণ করতে পারে এবং শোষণ করে ফেলে।
  • তাছাড়া জানা গেছে এটি ব্যবহার করার ফলে গাছ থেকে অতিরিক্ত নাইট্রোজেন অপসারণ করে দেয়।
  • এছাড়াও থিয়োভিট ফসলের জমিতে গাছের শিকড় ও মূল বৃদ্ধিতে সাহায্য করে থাকে।
  • জমিতে গাছের গুণগত মান বাড়াতে ও প্রোটিন এর পরিমাণ বৃদ্ধি করতে সহায়তা করে থাকে।
  • তাছাড়াও এটি ব্যবহার করার ফলে গাছের ক্লোরফিল গঠনে সহায়তা করে থাকে।
  • থিয়োভিট ব্যবহার করা হলে গাছ দ্রুত নাইট্রোজেন শোষণ করতে পারে।
  • তাছাড়াও এর একটি বিশেষ গুণ হল এটি গাছের পাতার গায়ে আঠার মত লেগে থাকে।
  • থিয়োভিট গাছের পাতার ঝলসানো রোগ বা ঝলসে দেওয়া থেকে রক্ষা করে।
  • তাছাড়া এটি ফসলের জমিতে গাছের পোকামাকড় এবং ছত্রাক জনিত বিভিন্ন ধরনের রোগ দমন করে।
  • ফল ও শাকসবজির রং সতেজ রাখতে এবং বৃদ্ধিতে সহায়তা করে থাকে।
  • তাছাড়াও এটি ব্যবহার করলে জমিতে থাকা বিভিন্ন ধরনের পোকামাকড় ধ্বংস সহ গাছের গুনগুন মান বৃদ্ধি করে।
  • এটি যদি আপনি সঠিক মাত্রায় ব্যবহার করেন তাহলে পরিবেশের ক্ষতি হবে না। তাই সঠিক পরিমাণ ব্যবহার করুন ফসল ও পরিবেশ দুটোই রক্ষা করুন।
  • এই থিয়োভিট ফসলের গুণগত মান বৃদ্ধি করে এবং ফসল ফলনের মাত্রা অধিক গুণ বাড়িয়ে দেয়। যা আপনারা থিয়োভিট এর কাজ কি এই অংশে জেনে এসেছেন।
আশা করছি আপনারা এতক্ষণে থিয়োভিটের উপকারিতা কি কি এ সম্পর্কে ভালোভাবে জেনে নিয়েছেন।

থিয়োভিট কাজ করে যেভাবে | থিয়োভিট স্প্রে করার নিয়ম

আপনারা কি জানেন থিয়োভিট ফসলের জমিতে কিভাবে কাজ করে। এছাড়াও থিয়োভিট স্প্রে করার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া উচিত। এই থিয়োভিট ফসলের জমিতে সাধারণত ৩ ভাবে কাজ করে। যথাঃ 
  • ছত্রাকনাশক হিসেবে
  • মাকড়সানাশক হিসেবে
  • সার হিসাবে
এই তিন ভাবে এটি ফসলের জমিতে কাজ করে। এটি জমিতে যে যে কাজ করে সেগুলো জেনে নেই।
  • শাকসবজি ও ধানের বিভিন্ন রোগ যেমন পাউডারী মিলডিউ ,পাতার ঝলসানো রোগ ,উইল্ট সহ বিভিন্ন রোগ নিরাময়ে এটি কাজ করে থাকে। তাছাড়াও পোকামাকড় দমন করতে সাহায্য করে থাকে।
  • তাছাড়া এটি বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ও কীটনাশক এর সাথে অতি সহজে ব্যবহার করা যায় এবং এদের সাথে মিশে যায় অর্থাৎ এর মিশ্রনযোগ্যতা রয়েছে।
  • এটির বিশেষ গুণ হলো গাছের গায়ে আঠালো মত লেগে থাকে এবং বিস্তারন ক্ষমতা রয়েছে।
আপনারা এই কীটনাশক অর্থাৎ থিয়োভিট ফসলের জমিতে স্প্রে করতে পারেন। আর এজন্য থিয়োভিট স্প্রে করার নিয়ম সম্পর্কে জানতে হবে। আপনাকে অবশ্যই সঠিকভাবে স্প্রে করতে হবে। এর জন্য আপনারা একটি বিশেষজ্ঞ বা কৃষি অধিদপ্তরের নিকট সাহায্য নিতে পারেন। তারা আপনাকে স্প্রে করার নিয়ম ও কখন এটি স্প্রে করতে হয় তার সময় বলে দেবে। তাই চিন্তার কোন কারণ নেই আপনারা নিঃসন্দেহে কৃষি অধিদপ্তরে গিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন।

থিয়োভিট ব্যবহারের নিয়ম | থিয়োভিট এর কাজ কি 

আপনাদের শুধু থিয়োভিট এর কাজ কি এ সম্পর্কে জানলে হবে না , সঠিকভাবে ব্যবহার করার জন্য অবশ্যই থিয়োভিট ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে হবে। তাহলে আপনি কৃষি জমিতে ভালো ফলাফল পাবেন। এই কীটনাশকটি ব্যবহার করার জন্য আপনাকে ব্যবহারের নিয়ম জানতে হবে। আর এ সম্পর্কে আমরা এখন আলোচনা করব।থিয়োভিট প্রথমবার ব্যবহার করা হলে দ্বিতীয়বার ব্যবহার করতে হলে কমপক্ষে প্রথমবার ব্যবহার করার  ৮-১০ দিন পর ব্যবহার করতে হবে। 

অর্থাৎ আপনি ফসলের জমিতে প্রথমবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার করার ক্ষেত্রে প্রথমবার ব্যবহারের পর দশ দিন পর এই কীটনাশকটি ফসলের জমিতে প্রয়োগ করতে পারেন। তবে কৃষি অধিদপ্তর ও বিশেষজ্ঞরা এই কীটনাশকটি ফসলের জমিতে একবার ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকেন অর্থাৎ এই কীটনাশক একবারের বেশি ব্যবহার করা উচিত নয়। তাই অবশ্যই সঠিক ভাবে ব্যবহার করতে কৃষি অধিদপ্তরের পরামর্শ নিন। চলুন আমরা এবার ব্যবহারের নিয়ম জেনে নেই
  • ধান ফসলে লীফ স্কল্ড রোগ হলে প্রতি একর জমিতে এটি ব্যবহার করতে হবে। আর ব্যবহারের নিয়ম অনুযায়ী ৫ শতাংশ জমির  ক্ষেত্রে ১০ লিটার পানিতে ৫০ গ্রাম ব্যবহার করতে হবে।
  • টমেটো গাছে যদি উইল্ট অর্থাৎ ঢলে পড়া রোগ হয় তাহলে প্রতি একর ৯১০ গ্রাম করে ব্যবহার করতে হবে। আর ব্যবহারের নিয়ম অনুযায়ী ৫ শতাংশ জমির  ক্ষেত্রে ১০ লিটার পানিতে ৪৫ গ্রাম ব্যবহার করতে হবে।
  • লেবু জাতীয় গাছ এর ক্ষেত্রে পাউডারী মিলডিউ রোগ দেখা দিলে প্রতি একর ৯১০ গ্রাম।ব্যবহারের নিয়ম অনুযায়ী ৫ শতাংশ জমির  ক্ষেত্রে ১০ লিটার পানিতে ৪৫ গ্রাম ব্যবহার করতে হবে।
  • আখ গাছে যদি পাতার সাদা গুড়া রোগ দেখা দেয় তাহলে প্রতি একর ১.৩৪ কেজি ব্যবহার করতে হবে।ব্যবহারের নিয়ম অনুযায়ী ৫ শতাংশ জমির  ক্ষেত্রে ১০ লিটার পানিতে ৬৬ গ্রাম গ্রাম ব্যবহার করতে হবে।
  • পাট জমিতে মাকড়সা দেখা দিলে প্রতি একর ১.৩৪ কেজি।ব্যবহারের নিয়ম অনুযায়ী ৫ শতাংশ জমির  ক্ষেত্রে ১০ লিটার পানিতে ৬৬ গ্রাম গ্রাম ব্যবহার করতে হবে।
  • চা জমিতে ফসলের ক্ষেত্রে মাকড়সা রোগব্যাধি দেখা দিলে ৯১০ গ্রাম প্রতি একর এবং ৫ শতাংশ জমির  ক্ষেত্রে ১০ লিটার পানিতে ৪৫ গ্রাম ব্যবহার করতে হবে।
  • কুমড়া, শসা, ঝিংগা, করলা, পটল, কাকরোল, ক্ষীরা ও তরমুজ , লাউ , চিচিঙ্গা, ইত্যাদি ফসলের ক্ষেত্রে প্রতি একর ৯১০ গ্রাম করে।৫ শতাংশ জমির  ক্ষেত্রে ১০ লিটার পানিতে ৪৫ গ্রাম ব্যবহার করতে হবে।
তাহলে আশা করছি আপনারা এতক্ষণে এর ব্যবহারের নিয়ম সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে গেলেন। ব্যবহার বিধি জেনে অবশ্যই সঠিক নিয়ম অনুযায়ী বিশেষজ্ঞের অর্থাৎ কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।

শেষ কথা | থিয়োভিট এর দাম কত

প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি আপনারা থিয়োভিট এর কাজ কি ও থিয়োভিট এর দাম কত? এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। তাছাড়াও এটি ব্যবহারের নিয়ম ও কি কি উপকার করে থাকে ফসলের জমিতে এ সম্পর্কে জেনে গেছেন। সেই নিয়ম অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর ব্যবহার করার পূর্বে কৃষি কর্মকর্তার নিকট পরামর্শ এবং নিয়ম জেনে ব্যবহার করবেন তাহলে সঠিকভাবে ব্যবহার করার ফলে ভালো ফলন পাবেন। আপনার বন্ধুদের বা অন্যান্য কৃষকদের এ সম্পর্কে জানাতে পোস্টটি শেয়ার করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url