দাঁতের ব্যাথার ট্যাবলেট কোনটি - দাঁতের ব্যথার ঔষধ বাংলাদেশ জানুন
বর্তমান সময়ে আমাদের অনেকের দাঁতের সমস্যায় ভুগতে হয়। বিশেষ করে দাঁতের ব্যথা
খুবই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। আর এই দাঁতের ব্যথা আপনি কিছু ওষুধ গ্রহণের মাধ্যমে
দূর করতে পারবেন। এজন্য আমরা আজকের পোস্টটিতে দাঁতের ব্যাথার ট্যাবলেট কোনটি ও
দাঁতের ব্যথার ঔষধ বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যদি
দাঁতের ব্যথা দূর করতে চান এবং দাঁতের ব্যথার ট্যাবলেট সম্পর্কে জানতে চান তাহলে
অবশ্যই পোস্টটি শুরু থেকে পড়ুন।
আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দাঁতের ব্যথা হতে পারে। এই দাঁতের ব্যথা
কমানোর জন্য আপনাদের অবশ্যই কিছু ট্যাবলেট গ্রহণ অথবা উপায় অবলম্বন করতে হবে। আর
এ সম্পর্কে আমরা আজকের আর্টিকেলটিতে আলোচনা করেছি। তাই মনোযোগ সহকারে দাঁতের
ব্যথার ট্যাবলেট সম্পর্কে জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন।
পোস্টসূচিপত্রঃ
ভূমিকা
আমাদের মধ্যে অনেকেরই বিভিন্ন কারণে দাঁতের ব্যাথা হতে পারে। বিশেষ করে দাঁত
ভালোভাবে ব্রাশ না করার কারণে অথবা খাদ্য অভ্যাসের কারণে দাঁতের ব্যথা হতে পারে।
এর জন্য মূলত আমরা নিজেরাই দায়ী। কারণ আমরা অনেকেই খাবার খাওয়ার পর ঠিকমতো
ব্রাশ করি না। তাছাড়াও অনেক সময় অধিক চকলেট জাতীয় খাবার খাই যার কারণে আমাদের
দাঁতে জীবাণুর আক্রমণ হয়ে থাকে। এই জীবাণু আক্রমণের ফলে দাঁতের ব্যথা শুরু হয়।
কিন্তু আপনারা দাঁতের ব্যথার ট্যাবলেট গ্রহণ করে দাঁতের ব্যথা কমাতে
পারবেন।
আরো জানুনঃ কোমরের ব্যথা কমানোর ট্যাবলেট
তাছাড়া ও কিছু উপায় অবলম্বন করেও দাঁতের ব্যথা কমানো সম্ভব। আমাদের অনেকে মনে
হয় দাঁতে পোকা খেয়ে ফেলেছে। এজন্য দাঁতের ব্যথা হয়। আর আপনারা
অনেকেই পোকা দাঁতের ব্যথা কমানোর উপায় লিখে গুগলে সার্চ করে থাকেন। এ
সম্পর্কেও আমরা আজকের পোস্টটি আলোচনা করব। তাছাড়া আমরা আলোচনা করব দাঁতের ব্যথার
ওষুধ বাংলাদেশ ও দাঁতের ট্যাবলেট কোনটি? তাই সকল কিছু বিস্তারিত জানতে মনোযোগ
সহকারে পড়ুন।
দাঁত ব্যথা হওয়ার কারণগুলো কি কি
আপনাদের দাঁতের ব্যথার ট্যাবলেট সম্পর্কে জানার আগে অবশ্যই দাঁত ব্যথা হওয়ার
কারণ গুলো জানতে হবে। তাহলে আপনারা দাঁত ব্যথা হওয়ার আগে থেকেই প্রতিরোধমূলক
ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা এবার দাঁত ব্যথা
হওয়ার কারণ গুলো জেনে নেই।
- দেহে ক্যালসিয়ামের অভাব হলে দাঁতের ব্যথা হতে পারে।
- খাবার খাওয়ার পর রাতে নিয়মিত দাঁত ব্রাশ না করলে ও দাঁত পরিষ্কার না করলে দাঁতের ব্যথা হতে পারে।
- প্রতিদিন দাঁত পরিষ্কার না করার কারণে দাঁতে ব্যাকটেরিয়া জমে দাঁতের ব্যথা হতে পারে।
-
তাছাড়া দেখা গেছে দাঁতের মাঝে খাদ্য আটকে থাকলে দাঁতের ব্যথা হয়।
-
দাঁতের মাঝে খাদ্য আটকে থাকলে এবং ওই খাদ্যটি বের না করলে , ওই জায়গায়
খাদ্য পচে জীবাণু তৈরি হয় এবং দাঁতের ব্যথা সৃষ্টি হতে পারে।
-
এছাড়াও অনেক সময় আক্কেল দাঁত ওঠার কারণে দাঁত ব্যথা হয়ে থাকে।
-
তাছাড়া আপনার দাঁত যদি ক্ষয় হয়ে যায় তাহলে দাঁত ব্যথার সৃষ্টি হতে
পারে।
-
দাঁতের মাড়িতে ব্যথা হলে এবং দাঁতের মাড়ি ফুলে গেলে দাঁতের ব্যথা দেখা দিতে
পারে। সেজন্য সবসময়ই দাঁতের মাড়িসহ দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
-
প্রতিদিন নিয়মিত সকালে দাঁত ব্রাশ না করলে দাঁতের ব্যথা হতে পারে। কারণ দাঁত
ব্রাশ না করার কারণে দাঁতে ব্যাকটেরিয়া আক্রমণ করে দাঁতের ক্ষয় হতে পারে
এবং দাঁত ব্যথার সৃষ্টি হয়।
- আবার দাঁতের মাড়িতে ইনফেকশন হলে দাঁত ব্যথা হয়ে থাকে।
- শক্ত ধরনের ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতে সমস্যা হয়।
- দাঁতের এনামেল ক্ষয় হয়ে গেলে এ ব্যথার সৃষ্টি হয়।
-
তাছাড়া দাঁত দুর্ঘটনাবসত ভেঙে গেলে অথবা ক্ষয় হলে দাঁত ব্যথা হতে পারে।
তাহলে আশা করছি আপনারা দাঁত ব্যথা হওয়ার কারণগুলো বিস্তারিত জানতে পেরেছেন।
এখন আপনাদের শুধু দাঁত ব্যথা কমানোর উপায় গুলো জানা প্রয়োজন।
দাঁতের ব্যাথার ট্যাবলেট
দাঁতের ব্যথা ট্যাবলেট সম্পর্কে জানার আগে আপনাকে অবশ্যই দাঁত কেন ব্যথা করছে এ
সম্পর্কে জানতে হবে। দাঁত কেন ব্যথা করছে এ সম্পর্কে জেনে ডাক্তারের নিকট পরামর্শ
নিয়ে ওষুধ গ্রহণ করতে হবে। আর যদি অতিরিক্ত দাঁত ব্যথা করে তাহলে তৎক্ষণাৎ
চিকিৎসার নিকট শরণাপন্ন হয়ে দাঁতের ব্যথার ওষুধ নিবেন। এবার চলুন আমরা
দাঁতের ব্যাথার ট্যাবলেট গুলোর নাম জেনে আসি।
- মোক্সাসিল 500
- এক্সিলোক 20
- টোরিমন 90mg
- Tory 120mg
- ইকোক্স 120mg
- Aroxia 12p mg
- কক্স-ই 120mg
- আমোডিস 400
- অ্যালজিরেক্স 120mg
তাহলে আপনারা উপরে দাঁত ব্যথার ট্যাবলেট গুলোর নাম সম্পর্কে জানতে পারলেন।
আপনার অবশ্যই এই ট্যাবলেট গুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন।
আপনার জন্য কোন ট্যাবলেটটি ভালো হবে সেটি একমাত্র আপনার চিকিৎসক বলতে পারবে।
তাই দাঁত ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের নিকট চিকিৎসা গ্রহণ করুন। তারাই আপনাকে
সঠিক ট্যাবলেট খেতে বলবে। উপরের দেওয়া ট্যাবলেট গুলো অবশ্যই ডাক্তারের নিকট
পরামর্শ করে খাবেন।
দাঁতের ব্যথার ঔষধ বাংলাদেশ | দাঁতের ব্যথার ট্যাবলেট নাম
আপনারা অনেকে আমাদের কাছে দাঁতের ব্যথার ঔষধ সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা
উপরে আপনাদের জন্য দাঁতের ব্যথার ট্যাবলেট সম্পর্কে আলোচনা করেছি। আর এখন আমরা
এই পাঠে দাঁতের ব্যথার ঔষধ বাংলাদেশ সম্পর্কে আলোচনা করব। চলুন আর কথা না
বাড়িয়ে জেনে নেই দাঁতের ব্যথার ঔষধ কোনটি।
ওষুধগুলো অবশ্যই ডাক্তারের কাজ থেকে পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। কখনোই
ঔষধগুলো নিজে নিজে কিনে গ্রহণ করবেন না। আপনার দাঁতের ব্যাথা কতটুকু হচ্ছে তার
উপর নির্ভর করে ওষুধ গ্রহণ করতে হবে। আর সেটি একমাত্র ডাক্তার বলতে পারবে।
- Fenamic 500
- Napa One
- Tory60
- Fanamic 250
- Exilok 20
- Etoricoxib 60mg
- Paracetamol
উপরের দেওয়ার লিস্টে দাঁত ব্যথার ওষুধ গুলো আপনাদের অবশ্যই একজন ভালো
ডেন্টিস্ট এর সাথে পরামর্শ করে গ্রহণ করতে হবে। আর এখন আমরা উক্ত ওষুধগুলো
সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।
Fenamic 500
এই ওষুধটি দাঁত ব্যথা দূর করার জন্য খুবই কার্যকরী। বিশেষ করে দাঁত ব্যথা
কমানোর জন্য এই ওষুধ বা ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন। এই ওষুধটি সাধারণত
প্রাপ্তবয়স্ক বা ১৮ বছরের উপরে হলে দিনে দুইবার করে একটি ট্যাবলেট খেতে পারেন।
এছাড়াও অতিরিক্ত দাঁত ব্যথা হলে তিন বেলাই(সকাল, দুপুর, রাত) একটি করে
ট্যাবলেট খেতে পারেন।
Napa One
নাপা ওয়ান ট্যাবলেটটি দাঁতের ব্যথা দূর করতে পারে। আপনার যদি বয়স ১২ বছর থেকে
১৮ বছর পর্যন্ত হয় তাহলে ট্যাবলেটটি অর্ধেক করে দুই থেকে তিনবার খেতে হবে। আর
যদি আপনার বয়স প্রাপ্তবয়স্ক বা ১৮ বছর এর বেশি হয় দিনে একটি করে তিন বেলা
ট্যাবলেট গ্রহণ করতে পারেন।
Tory60
দাঁতের ব্যথা নিরাময়ে এই ট্যাবলেটটি ভালো কাজ করে। আপনারা খাবার খাওয়ার পরে
দিনে দুইবার একটি করে ট্যাবলেট খেতে হবে। কিছুদিন খেলে আশা করছি দাঁত ব্যথা দূর
হয়ে যাবে।
Fanamic 250
দাঁতের ব্যথা হলে এই ওষুধটি যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের ক্ষেত্রে দিনে
তিনবার একটি করে ট্যাবলেট খেতে হবে এবং দাঁতের ব্যথা অধিক থাকলে টানা ৫ দিন এই
ওষুধ গ্রহণ করবেন। তবে এই ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিবেন।
Exilok 20
এই ওষুধটি আপনারা দাঁতের ব্যথা নিরাময় করতে দিনে দুইবার একটি করে খাবার
খাওয়ার আগে খেতে হবে। এভাবে তিন দিন খেতে থাকুন দাঁতের ব্যথা কমে যাবে।
Etoricoxib 60mg
দাঁত ব্যথা ট্যাবলেট হিসেবে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ
এই ট্যাবলেটটি গ্রহণ করার ফলে দাঁতের ব্যথা খুব দ্রুত কমে যায়। তাই এই
ট্যাবলেটটি আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিনবেন এবং খাবেন। আপনাদের
দাঁতের ব্যথাও অনায়াসেই দূর হয়ে যাবে।
আরো পড়ুনঃ
এলার্জি বা চুলকানির ওষুধের নাম
আর আপনারা সকলে জানেন প্যারাসিটামল খেলে ব্যথা দূর হয়। সেজন্য আপনার যদি
দাঁতের ব্যথা হয়ে থাকে তাহলে প্রাথমিকভাবে প্যারাসিটামল খেতে পারেন। তাতে যদি
আপনার দাঁতের ব্যথা না কমে তাহলে উপরের দেওয়া ও ওষুধগুলো ডাক্তারের পরামর্শ
অনুযায়ী গ্রহণ করবেন।
দাঁতের মাড়ি ব্যথা কমানোর উপায় | দাঁত ব্যথার ঘরোয়া চিকিৎসা
দাঁতের ব্যথা সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে। যা আমরা আগের অংশে দেখে
এসেছি। তবে আপনারা অনেকেই দাঁতের ব্যথা কমানোর উপায় ও দাঁতের ব্যথা কমানোর
ঘরোয়া চিকিৎসা সম্পর্কে জানতে চান। আর এজন্য আমার এখন দাঁতের ব্যথা কমানোর
উপায় সম্পর্কে আলোচনা করব।
- দাঁতের ব্যথা নিরাময়ে লবঙ্গ বেশ কার্যকরী। তাই আপনারা দাঁতের ব্যথা হলে দাঁতের ব্যথা কমানোর জন্য একটি বা দুইটি লবঙ্গ নিয়ে যেই দাঁতে ব্যথা হয়েছে সে দাঁতের উপর লবঙ্গটি লাগিয়ে রাখুন। লবণটি দাঁতের সাথে লাগিয়ে রাখুন ,আবার ভুল করে চিবিয়ে খাবেন না। যতক্ষণ না আপনার দাঁতের ব্যথা কমছে ততক্ষণ লাগিয়ে রাখবেন। দেখবেন কিছুক্ষণ পর আপনার দাঁতের ব্যথা অনেকটাই কমে আসবে।
-
তাছাড়া আপনারা দাঁতের ব্যথা নিরাময় করতে লবণ পানি ব্যবহার করতে পারেন।
হালকা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে বারবার কুলি করুন। এভাবে তিন থেকে চার
বার অথবা যতক্ষণ না দাঁতের ব্যথা কমছে ততক্ষণ কুলি বা গড়গড়া করতে থাকুন।
কিছুক্ষণ পর আপনার দাঁতের ব্যথা কমে যাবে।
- আবার লবণ নিয়ে আপনি গোল মরিচের গুড়ার সাথে মিক্স করে একটি পেস্ট তৈরি করতে পারেন। এই পেস্ট দাঁতের ব্যথার স্থানে লাগিয়ে রাখলে দাঁতের ব্যথা অনেকটা কমে যায়। কারণ এই মিশ্রণে থাকে এন্টিব্যাকটেরিয়াল ও অ্যানালজরসসিক উপাদান যেটি আপনার দাঁতের ব্যথা দূর করতে পারবে।
-
আপনারা সকলেই জানেন রসুন কতটা উপকারী যে কোন ব্যথার ক্ষেত্রে। আপনাদের
দাঁতের ব্যথা হলে রসুনের কুয়া চিবিয়ে খেতে পারেন এতে করে দাঁতের ব্যথা
নিরাময় হবে।
-
তাছাড়া আপনারা দাঁতের ব্যথা নিরাময় করতে চাইলে পেয়ারা পাতার রস খেতে
পারেন। পেয়ারার পাতা নিয়ে রস করে সেটি কিছুদিন খান আপনার দাঁতের ব্যথা
কমে যাবে।
-
বিভিন্ন সূত্রে জানা গেছে দাঁতের ব্যথায় পেয়াজ দাঁতের ব্যথা কমাতে
সাহায্য করে। তাই আপনারা দাঁতের ব্যথা কমাতে পেঁয়াজ চিবিয়ে অথবা
পেঁয়াজের রস করে খেতে পারেন।
-
আপনারা চাইলে লেবু পানি ও সাথে লবণ মিশ্রিত করে কুলি বা গড়গড়া করতে
পারেন। এতে করে দাঁতের ব্যথা দূর করা সম্ভব। দাঁতের ব্যথার ঘরোয়া উপায় এর
মধ্যে এটি অন্যতম।
-
আমরা সকলেই জানি নিম পাতায় রয়েছে ঔষধি গুনসম্পন্ন উপাদান। যার কারণে
নিমপাতা যে কোন অসুখে ব্যবহার করা যায়। তেমনিভাবে নিমপাতার রস দাঁত ব্যথা
দূর করতেও ব্যবহার করা হয়।
আশা করছি আপনারা তাহলে দাঁত ব্যথা দূর করার ঘরোয়া উপায় ও নিয়ম সম্পর্কে
জানতে পেরেছেন। আরও জানতে পেরেছেন দাঁত ব্যথা কমানোর উপায় সম্পর্কে। যার ফলে
আপনারা ঘরে বসেই কোনরকম ট্যাবলেট বা ওষুধ গ্রহণ ছাড়াই দাঁতের ব্যথা কমাতে
পারবেন।
পোকা দাঁতের ব্যথা কমানোর ওষুধের নাম
আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে পোকা দাঁতের ব্যথা কমানোর ওষুধের নাম
কি। আজ আমরা এই পাঠে পোকা দাঁতের ব্যথা কমানো ওষুধের নাম সম্পর্কে আলোচনা করব।
আমরা অনেক সময় মনে করে থাকি দাঁতে পোকা লাগার কারণে দাঁতের ব্যথা হয়।
আর এজন্য অনেকেই পোকা দাঁতের জন্য ব্যথা কমানোর ওষুধ খুঁজে থাকে। তবে বলতে গেলে
পোকা দাঁত বলে কিছু হয় না। দাঁতে ব্যাকটেরিয়া আক্রমণে ইনফেকশন দেখা গেলে
তখন ব্যথা হয়। এবার চলুন আমরা পোকা দাঁতের ব্যথা কমানোর ওষুধের নাম জেনে নেই।
- Exilok 20
- Amodis 400
- Napa one
- Fenamic
- Tory60
উপরে কিছু দাঁতের ব্যথা কমানোর ওষুধের নাম তুলে ধরা হলো। যেগুলো আপনারা
ব্যবহার করে দাঁতের ব্যথা কমাতে পারবেন।
শেষ কথা | দাঁতের ব্যথার ট্যাবলেট
দাঁতের ব্যাথা দূর করতে চাইলে আপনারা পোস্টটি ভালোভাবে পড়ুন। কারণ পোস্টে আমরা
দাঁতের ব্যথা দূর করার ট্যাবলেটের নাম সম্পর্কে আলোচনা করেছি। তাছাড়াও ঘরোয়া
উপায় কিভাবে আপনি দাঁতের ব্যাথা দূর করবেন সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে।
আপনারা যদি দাঁতের ব্যাথা দূর করতে চান তাহলে অবশ্যই সঠিক নিয়মে ডাক্তারের
চিকিৎসা অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।
আর যদি ওষুধ গ্রহণ করতে না চান তাহলে অবশ্যই পোস্টে দেওয়া দাঁতের ব্যথা কমানোর
উপায় গুলো পড়ে দাঁতের ব্যথা দূর করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আপনার
পরিচিতদের দাঁতের ব্যথা হলে দাঁত ব্যথার ওষুধ সম্পর্কে জানাতে পোস্টটি শেয়ার
করুন।