ব্রয়লার মুরগির খাবার তালিকাগুলো - ব্রয়লার ফিড তৈরির ফর্মুলা জানুন

বর্তমানে আমাদের দেশে ব্রয়লার মুরগি পালন করে ব্যবসায়ীরা অধিক লাভবান হচ্ছে। তবে ব্রয়লার মুরগিকে পুষ্টিকর খাবার দিলে সেটি দ্রুত বৃদ্ধি পাবে এবং ওজনও বৃদ্ধি পাবে। আর সেজন্যই অনেকেই ব্রয়লার মুরগির খাবার তালিকা সম্পর্কে জানতে চান। বিশেষ করে ব্রয়লার ফিড তৈরির ফর্মুলা সম্পর্কে আরো জানতে চান। চিন্তায় কোন কারণ নেই আজকের পোস্টটিতে আমরা আপনাদের জন্য ব্রয়লার মুরগির খাবার তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব।
ব্রয়লার মুরগির খাবার তালিকা - ব্রয়লার ফিড তৈরির ফর্মুলা
পোস্টসুচিপত্রঃপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যদি মুরগি পালন করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাদের মুরগির খাবার তালিকা অর্থাৎ ব্রয়লার ফিড তৈরি ফর্মুলা জানতে হবে। তাহলে একমাত্র মুরগি স্বাস্থ্যসম্মত বৃদ্ধি করে লাভবান হতে পারবেন। তাই শেষ পর্যন্ত জানতে আমাদের সাথে থাকুন।

ভূমিকা ।ব্রয়লার মুরগির খাবার তালিকা

বর্তমানে আমাদের দেশে মুরগি পালনকারী সংখ্যা বেড়ে চলেছে। বিশেষ করে বয়লার মুরগি প্রচুর পালন করা হচ্ছে। এই বয়লার মুরগি লালন পালন করে আপনারা অতি সহজেই তা বিক্রি করে লাভবান হতে পারবেন। তার আগে আপনাদের প্রয়োজন হবে মুরগির স্বাস্থ্য ঠিক রাখা এবং মুরগিকে সঠিক পদ্ধতিতে ওজন বৃদ্ধি করা। এর জন্য আপনাদের অবশ্যই বয়লার মুরগি যদি লালন পালন করেন তাহলে অবশ্যই বয়লার মুরগির খাদ্য তালিকা সম্পর্কে জানতে হবে। খাদ্য তালিকা জেনে মুরগিকে সুষম খাদ্য দিতে হবে। 
যাতে মুরগি সঠিক পুষ্টি পায় এবং মুরগি দ্রুত বেড়ে ওঠে। এ জন্যই আপনাদের মুরগিকে সঠিকভাবে ওজন বাড়ানোর জন্য সুষম খাদ্য দিতে হবে। আর যদি সেটি বয়লার মুরগি হয় তাহলে অবশ্যই পরিমাণমতো পুষ্টিকর খাবার ও ফিড দিতে হবে যাতে মুরগি সঠিকভাবে দ্রুত বেড়ে উঠতে পারে। আর এজন্যই আপনারা অনেকেই ব্রয়লার ফিড তৈরির ফর্মুলা সম্পর্কে জানতে চান যা আমরা এই পোস্টে গুরুত্ব সহকারে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

ব্রয়লার মুরগি কি

ব্রয়লার মুরগি সাধারণত জেনেটিক্যালিভাবে তৈরিকৃত একটি উন্নত জাতের মুরগি। যেটি মূলত মাংসের জন্য লালন পালন করা হয়। আমরা সকলে জানি ব্রয়লার মুরগি মাংসের জন্য অধিক জনপ্রিয় এবং বিখ্যাত। এই মুরগি সাধারণত চার থেকে সাত সপ্তাহের মধ্যে বিক্রি করার উপযোগী হয়ে ওঠে অর্থাৎ এই মুরগি খুব দ্রুত বেড়ে ওঠে এবং অনেক ওজনের হয়ে থাকে। 
এসব মুরগিকে কোন রাসায়নিকভাবে মাংস বৃদ্ধি করা হয় না শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করানোর ফলে খুব দ্রুত মাংস সম্পন্ন মুরগি বেড়ে ওঠে। আর এটি লালন পালন করে আমাদের দেশে ব্যবসায়ীরা সফল হচ্ছে। আপনারাও সফল হতে পারবেন যদি মুরগিকে সঠিক পদ্ধতিতে খাদ্য দেন।

ব্রয়লার মুরগির খাবার তালিকা । বয়লার মুরগির খাদ্য তালিকা

আপনারা যারা ব্যবসায়ীরা আছেন তারা অনেকেই ব্রয়লার মুরগির খাবার তালিকা সম্পর্কে জানতে চান। এ সম্পর্কে আমরা এই অংশটিতে আলোচনা করব।আপনি যদি স্বল্প সময়ে পশু পাখি পালন করে লাভবান হতে চান তার মধ্যে অন্যতম হলো বয়লার মুরগি। বর্তমানে এটি অধিক লালন পালন হয়ে আসছে। বর্তমানে আমাদের দেশে ব্রয়লার মুরগি পালন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এই ব্রয়লার মুরগি লালন পালন করে লাভবান হতে চাইলে অবশ্যই সঠিক খাদ্য দিতে হবে।

সাধারণত ব্রয়লার মুরগি খুব দ্রুত বৃদ্ধি পায়। কারণ এর খাদ্য গ্রহণ ক্ষমতা অন্যান্য মুরগির চেয়ে বেশি। তাই আপনি যদি পুষ্টিকর খাদ্য ব্রয়লার মুরগিকে দেন তাহলে সেটি খুব অল্প সময়ে দ্রুত বৃদ্ধি পাবে। ব্রয়লার মুরগি লালন করে লাভবান হওয়ার অন্যতম কারণ এর খাদ্য খরচ কমিয়ে সঠিক খাদ্য দিতে পারবেন। আপনারা চাইলে নিজে নিজেই খামারে বসে ব্রয়লার মুরগির খাদ্য তালিকা তৈরি করতে পারবেন। চলুন আমরা নিম্নে ব্রয়লার মুরগির খাদ্য তৈরির উপাদান সমূহ জেনে নেই।

ব্রয়লার মুরগির স্টার্টার জাতীয় খাদ্য তালিকা নিম্নে দেওয়া হলঃ
  • প্রথমে আপনাকে নিতে হবে ভুট্টা ৪৮ কেজির মত।
  • তারপর নিবেন সয়াবিন মিল ৩০ কেজি।
  • রাইচ পালিশ নিবেন ১০ কেজি।
  • প্রোটিন জাতীয় খাদ্য নিবেন ৮ কেজি।
  • ঝিনুক চূর্ণ নিবেন ২ কেজি।
  • এছাড়াও লবণ নিবেন ৩০০ গ্রাম।
  • ডিসিপি নিবেন ৩০০ গ্রাম।
  • সালমোনেলা কিলার নিতে পারেন ২৫০ গ্রাম।
  • প্রিমিক্স নিবেন ৩০০ গ্রাম।
  • ডিএল- মিথিওনিন ১৫০ গ্রাম
  • এছাড়াও সয়াবিন তেল ৫০০ গ্রাম নিবেন।
  • টক্সিন বাইন্ডার নিবেন ১২৫ গ্রাম
  • কোলিন ক্লোরাইড নিবেন ৭০ গ্রাম
  • এরপর এল-লাইসিন নিবেন ৮০ গ্রাম
  • তাহলে আপনার তৈরি হয়ে গেল বয়লার মুরগির মোট ১০০ কেজি খাদ্য তালিকা।
বয়লার মুরগির জন্য গ্রোয়ার জাতের খাবার তালিকাঃ
  • বয়লার মুরগির জন্য প্রথমে নিবেন ভুট্টা ৫০ কেজির মত।
  • তারপর নিবেন সয়াবিন মিল ২৬ কেজি।
  • রাইচ পালিশ নিবেন ১২ কেজি।
  • প্রোটিন জাতীয় খাদ্য নিবেন ৭ কেজি।
  • ঝিনুক চূর্ণ নিবেন ২কেজি।
  • এছাড়াও লবণ নিবেন ২৮০ গ্রাম।
  • ডিসিপি নিবেন ৩০০ গ্রাম।
  • সালমোনেলা কিলার নিতে পারেন ২৫০ গ্রাম।
  • প্রিমিক্স নিবেন ৩০০ গ্রাম।
  • ডিএল- মিথিওনিন ১৩৫ গ্রাম
  • এছাড়াও সয়াবিন তেল ২৫০ গ্রাম নিবেন।
  • টক্সিন বাইন্ডার নিবেন ১৩৫ গ্রাম
  • কোলিন ক্লোরাইড নিবেন ৭০ গ্রাম
  • এরপর এল-লাইসিন নিবেন ৮০ গ্রাম
  • তাহলে তৈরি হয়ে গেল গ্রোয়ার জাতের বয়লার মুরগির খাবার তালিকা।
বয়লার মুরগির জন্য ফিনিশার খাদ্য তালিকা নিম্নরূপঃ

প্রথমে ভুট্টা নিবেন ৫৩ কেজি , এরপর সোয়াবিন মিল ২৪ কেজি ,রাইচ পালিশ ১০ কেজি ,প্রোটিন ৬০% ৮ কেজি ,ঝিনুক চূর্ণ ২ কেজি ,লবণ ২৮০ গ্রাম ,ডিসিপি ৩০০ গ্রাম ,সালমোনেলা কিলার ২৫০ গ্রাম ,প্রিমিক্স ৩০০ গ্রাম ,ডিএল- মিথিওনিন ১৩০ গ্রাম ,এল-লাইসিন ৫০ গ্রাম ,কোলিন ক্লোরাইড ৫০ গ্রাম ,টক্সিন বাইন্ডার ১৬০ গ্রাম। 
এভাবে সকল কিছু উপাদান একসাথে মিশিয়ে বয়লার মুরগির খাবার তৈরি করতে পারবেন। তবে মনে রাখা ভালো বিভিন্ন কারণে আবহাওয়া ও মুরগির জাতের কারণে খাদ্য উপাদানের পরিমান পরিবর্তন করতে পারেন। অর্থাৎ কমবেশি হলে কোন সমস্যা হবে না। তাই আপনাদের সুবিধা অনুযায়ী উপাদানের পরিমাণ কম বেশি করতে পারেন।

ব্রয়লার ফিড তৈরির ফর্মুলা - ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট

বয়লার মুরগির স্বাস্থ্য বজায় রাখতে এবং দ্রুত বৃদ্ধি করতে অবশ্যই ব্রয়লার ফিড দিতে হবে। আর এজন্য আপনাদের ব্রয়লার ফিড তৈরির ফর্মুলা সম্পর্কে জানতে হবে। যা আমরা এই অংশে গুরুত্ব সহকারে আলোচনা করব। তাই আপনি যদি বয়লার মুরগিকে ওজন বৃদ্ধি করতে যান এবং দ্রুত স্বাস্থ্যসম্মত উপায়ে ওজন ও মাংস বাড়াতে চান তাহলে অবশ্যই বয়লার মুরগিকে আমি জাতীয় খাবারের সাথে সাথে বয়লার ফিড দিতে হবে। চলুন আমরা এবার বয়লার মুরগির ফিড তৈরির ফর্মুলা জেনে আসি।
  • বয়লার মুরগির ফিড সমূহে যেসব উপাদান থাকবে তা হলঃ এনজাইম ,প্রোবায়োটিক ,ককসিডিওস্ট্যাট ,গ্রোথ প্রোমটর ইত্যাদি।
  • এনজাইম থাকবে ৬০ গ্রাম যেটি সাধারণত স্টার্টার জাতীয় খাবারের জন্য। আর ৫০ গ্রাম থাকবে গ্রোয়ার খাদ্যের জন্য।ফিনিশার এর জন্য থাকবে ৭০ গ্রাম এনজাইম।
  • প্রোবায়োটিক স্টার্টার এর জন্য থাকবে ৬০ গ্রাম,গ্রোয়ার ৫০ গ্রাম এবংফিনিশার এর জন্য ৪৫ গ্রাম প্রোবায়োটিক থাকবে।
  • ককসিডিওস্ট্যাট বয়লার ফিডে থাকবে স্টার্টার খাদ্য অনুযায়ী ৩০ গ্রাম ,গ্রোয়ার অনুযায়ী ৩৫ গ্রাম।
  • গ্রোথ প্রোমটর উপাদান থাকবে গ্রোয়ার অনুযায়ী ১০০ গ্রাম ও ফিনিশার খাদ্য অনুযায়ী এটি থাকবে ১৫০ গ্রাম।
সাধারণত বিভিন্ন কারণে উপরের ফিডগুলো পরিবর্তন হতে পারে। আপনার বয়লার মুরগী ধরন অনুযায়ী ফিডগুলো পরিবর্তন করতে পারেন। তবে যে কোম্পানির ফিড ব্যবহার করবেন তার ব্যবহারবিধি জেনে বয়লার মুরগিকে খাওয়াবেন।

বয়স অনুযায়ী ব্রয়লার মুরগির খাবার তালিকা

আপনারা কি জানেন মুরগিকে বিভিন্ন বয়সে বিভিন্ন রকম খাবার দিতে হয়। তেমনিভাবে বয়স অনুযায়ী বয়লার মুরগি কেউ খাবার দিতে হয়। বয়স অনুযায়ী ব্রয়লার মুরগিকে কি পরিমাণ খাবার দিবেন সে সম্পর্কে আপনার জানা উচিত। তাহলে মুরগির সঠিকভাবে চলুন আমরা এবার জেনে নিই।

খাবার নাম

বয়স (দিন)

এনার্জি(KCal)

প্রোটিন মান

স্টার্টার

১-১০

৩১০০-৩২৫০

২২-২৩ (%)

গ্রোয়ার

১১-২৪

৩০০০-৩১০০

২০-২১ (%)

ফিনিশার

২৫- ৩৫

২৯৫০-৩২০০

২১-২২ (%)

তাহলে আশা করছি আপনারা বয়স অনুযায়ী মুরগির খাবার এর পরিমাণ গুলো জানতে পারলেন। এর ফলে আপনারা অতি সহজেই মুরগিকে কি কি খাবার দিবেন সেগুলো বুঝতে পারবেন এবং মুরগিকে কি কি পরিমাণে খাবার দিতে হবে সেগুলো জানতে পারলেন।

ব্রয়লার মুরগির দ্রুত বৃদ্ধির কিছু কৌশল

আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন ব্রয়লার মুরগিকে কি কি খাবার দিবেন। চলুন এবার আমরা ব্রয়লার মুরগির দ্রুত বৃদ্ধি কিছু নিয়ম ও কৌশল জেনে আসি। সাধারণত ব্রয়লার মুরগিকে দ্রুত বৃদ্ধি করতে চাইলে আমিষ জাতীয় খাবার খাওয়াতে পারেন। তাছাড়াও বিভিন্ন ধরনের ফিড পাওয়া যায় যেগুলো খাওয়ালে মুরগি খুব দ্রুত বৃদ্ধি পায়। চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা কিছু ব্রয়লার মুরগির খাবারের তালিকা দেখে নিই।
সয়াবিন তেল
  • শুটকি মাছের গুড়া
  • খুদ
  • ডাল
  • গম
  • ধান
  • চাল
  • সরিষা
  • গমের ভুসি
  • ভুট্টা
  • ভুট্টা ভাঙ্গা
  • চালের মিহি গুড়া
আপনার হয়তো কিছু খাবার দেখতে পেলেন এখন আমরা চলুন ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি করার কিছু নিয়ম জেনে আসি।
  • আপনাকে অবশ্যই ভালো মানের স্বাস্থ্যসম্মত মুরগির বাচ্চা নির্বাচন করে কিনতে হবে।
  • মুরগির বাচ্চা কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাগুলোর ওজন যেন একই হয়।
  • আর সব সময় খামারে পর্যবেক্ষণ করতে হবে এবং মুরগির বাচ্চাগুলোকে সঠিক সময়ে খাবার দিতে হবে।
  • খাবার দেওয়ার স্থানে পর্যাপ্ত পরিমাণ আলো এবং পানির ব্যবস্থা থাকতে হবে।
  • খাবারের সাথে পানির ব্যবস্থা রাখতে হবে এবং ঘন ঘন অর্থাৎ বেশি পানি পাত্র ব্যবস্থা রাখতে হবে।
  • মুরগির বাচ্চা সহ মুরগিগুলোকে ভালো কোম্পানির এবং ভালো মানের ফিড অথবা খাবার খাওয়াতে হবে।
  • তাছাড়া মুরগিকে পুষ্টি দিতে ভিটামিন ও মিনারেল এবং সাথে গ্রোথ প্রোমোটার দেওয়া যেতে পারে অবশ্যই সেটি পশু ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে।
  • মুরগিগুলোকে অবশ্যই ভিটামিন জাতীয় খাবারের সাথে সাথে খনিজ জাতীয় খাদ্য দিতে হবে।
  • যথাসম্ভব ভেজালমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এর ব্যবস্থা করতে হবে।
  • খামারে অবশ্যই পরিষ্কার পানি এর ব্যবস্থা করা উচিত।

ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায়

সাধারণত ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির অন্যতম উপায় হল সঠিকভাবে পরিচর্যা করা এবং দেখাশোনা করা। তাছাড়াও ভালো অনেক খাদ্য দেওয়া ওজন বৃদ্ধির অন্যতম উপায়। আপনাকে সর্বক্ষণ পরিচর্যার মাধ্যমে রাখতে হবে মুরগিকে। এছাড়াও আপনারা বাজার থেকে মুরগির ওজন বৃদ্ধির জন্য গ্রোথ প্রোমোটার খাওয়াতে পারেন যেটি অবশ্য ব্যবহৃত অনুযায়ী খাওয়াতে হবে। এটি সাধারণত এক প্রকারের মাল্টিভিটামিন যেটি মুরগির ওজন বৃদ্ধিতে সহায়ক। চলুন কিছু নিয়ম জেনে নেই বয়লার মুরগির ওজন বৃদ্ধির উপায় হিসেবে।
  • সব সময় খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
  • খামারে বাচ্চা মুরগি আনার পূর্বে খামার সম্পূর্ণ জীবাণু নাশক দিয়ে জীবাণু সমূহ দূর করতে হবে।
  • খামারের চারপাশে খোলা থাকতে হবে অর্থাৎ বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।
  • মুরগির বাচ্চা আনার সাথে সাথে বেশি বেশি পানির ব্যবস্থা রাখতে হবে।
  • মুরগির বাচ্চার ওজন অবশ্যই 35 গ্রাম হতে হবে যেটি সাধারণত সুস্থ সবল বাচ্চা। তাই সুস্থ সবল মুরগির বাচ্চা খামারে আনবেন।
  • খামারে তাপমাত্রা সঠিক রাখতে হবে। বিশেষ করে মুরগির ব্রুডিং এ তাপমাত্রা ঠিক রাখতে হবে।
  • মুরগিগুলোকে যেকোনো ধরনের রোগ থেকে প্রতিরোধ করতে সময় মতো ভ্যাকসিন দিতে হবে।
উপরোক্ত বিষয়গুলো খামারে মুরগি পালন করার ক্ষেত্রে খেয়াল রাখবেন। তাহলে আশা করছি আপনারা ব্রয়লার মুরগি পালন করে লাভবান হবেন এবং ব্রয়লার মুরগির ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে। তবে সঠিক পরিমাণে খাবার দিবেন এবং ভিটামিন দিবেন তাহলে স্বাস্থ্যসম্মত ভাবে বেড়ে উঠবে।

শেষ কথা

আশা করছি আপনারা এতক্ষণে ব্রয়লার মুরগির খাদ্য তালিকা গুলো সম্পর্কে জেনে গেছেন। এছাড়াও আপনি ব্রয়লার মুরগির ওজন কিভাবে বৃদ্ধি করবেন তার উপায়ও জেনে গেছেন। বর্তমানে এই মুরগি পালন করে আমাদের দেশে বহু ব্যবসায়ীরা সফল হচ্ছে এবং যার ফলে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। আপনারা যারা ব্রয়লার মুরগি লালন পালন করতে চান তারা অবশ্যই ব্রয়লার মুরগি লালন পালনের নিয়ম জেনে লালন পালন করবেন তাহলে একমাত্র আপনি লাভবান হতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

বিজ্ঞাপন