Telegram group

ordinarybdgnews

সৌদি আরবের সকল কোম্পানি নাম ও তালিকা (১০০+) জেনে নিন

প্রিয় পাঠক আপনারা নিশ্চয়ই সৌদি আরবের সকল কোম্পানি নাম ও তালিকা সম্পর্কে জানতে আজকের পোস্টটিতে এসেছেন। তবে চিন্তার কোন কারণ নেই আজকের এই পোস্টটিতে আমরা আপনাদের জন্য সৌদি আরবের সকল কোম্পানি নাম ও তালিকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তাই আপনি যদি Saudi Arabia Company Names and Lists সম্পর্কে জানতে চান তাহলে পোস্টটি পড়ুন।
সৌদি আরবের সকল কোম্পানি নাম ও তালিকা (১০০+)
পোস্টসূচিপত্রঃআপনারা যদি সৌদি আরবে কোম্পানিতে কাজ করতে যান তাহলে কাজে যাওয়ার আগে অবশ্যই আপনাদের জানা উচিত সৌদি আরবের সকল কোম্পানির নাম ও তালিকা।

ভূমিকা

বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার কর্মী সৌদি আরবে কোম্পানিতে কাজ করা উদ্দেশ্যে যাচ্ছেন। তবে আপনাদের জানা উচিত সৌদি আরবের কোম্পানিগুলো কেমন, কাজের নিয়ম ইত্যাদি জানা উচিত। তাই পৃথিবী যে কোন দেশে কোম্পানিতে কাজ করতে যাওয়ার আগে অবশ্যই কোম্পানিগুলো সম্পর্কে জেনে নেওয়া উচিত। তাহলে আপনারা কোম্পানিগুলোর সুবিধা অসুবিধা এবং নিয়মকানুন সম্পর্কে জানতে পারবেন।
সৌদি আরবে অনেক কোম্পানি রয়েছে এবং তাদের প্রত্যেকের নিজস্ব নাম এবং ব্র্যান্ড রয়েছে।যারা সৌদি আরবে কোনো কোম্পানিতে কাজ করতে যেতে চান তাদের জন্য সৌদি আরবে কোম্পানির নাম এবং কোম্পানির নাম জেনে রাখা জরুরী কারণ অনেক লোক দালালদের দ্বারা প্রতারিত হয় যারা দাবি করে যে সৌদি কোম্পানি কাজ দেবে, তাই যাওয়ার আগে সৌদি আরবে, সৌদি আরবে কোম্পানির নাম পরীক্ষা করুন এবং বেতন, অবস্থান ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করুন। 
Saudi Arabia Company Names and Lists - সৌদি আরবের কোম্পানি নাম এবং তালিকা
তারপর ভেরিফাই করে অবশ্যই সৌদি আরবে যেতে পারেন। তাই সৌদি আরবে কোম্পানি সম্পর্কে জানতে আমাদের ১০০টি সৌদি আরবের কোম্পানি নাম ও তালিকা ২০২৪ আর্টিকেলটি অবশ্যই কাজে দেবে।

সৌদি আল ইয়ামামা কোম্পানি

সৌদি আল ইয়ামামা 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কোম্পানির বর্তমান বয়স 71 বছর। আল ইয়ামামা কোম্পানি সৌদি আরবের একটি বড় কোম্পানি।এটি সৌদি আরবের পুরানো এবং আরও প্রতিষ্ঠিত নির্মাণ সংস্থাগুলির মধ্যে একটি।এই কোম্পানিটি অনেক ধরনের কাজ করে যেমনঃ অবকাঠামোগত কাজ, রাস্তা ও সেতুর কাজ, নির্মাণ কাজ, পরিচ্ছন্নতা ও নির্মাণ কাজ ইত্যাদি।বিশাল এলাকা এই কোম্পানির বলদিয়া সেক্টরের।
বলদিয়া সেক্টরের যারা কাজ করবেন তাদের ন্যূনতম আয় 550 রিয়াল। পরিচ্ছন্নতা শিল্পে, বেতন 600 থেকে 900 রিয়াল পর্যন্ত এবং 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হয়।কোম্পানিটি আবাসিক ও বাণিজ্যিক ভবন, সড়ক ও মহাসড়ক, সেতু, বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ বিভিন্ন ধরনের প্রকল্পে কাজ করেছে।অনেক নির্মাণ সংস্থার মতো, আল ইয়ামামা প্রায়শই বৃহত্তর প্রকল্পগুলিতে অন্যান্য আন্তর্জাতিক এবং স্থানীয় কোম্পানিগুলির সাথে সহযোগিতায় কাজ করেছে।

23 থেকে 38 বছর বয়সী লোকেরা এই কোম্পানিতে আসতে পারেন। এই কোম্পানিতে, কর্মসংস্থানের সময়কাল 3 বছর, প্রযুক্তিবিদদের জন্য 2 বছর এবং প্রকৌশলী হিসাবে কাজ করা ব্যক্তিদের জন্য 1 বছর। থাকা খাওয়ার ব্যবস্থা খরচ কোম্পানি দিবে। এর পাশাপাশি কোম্পানি আরও অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। বিশেষ করে আপনার স্বাস্থ্য সুরক্ষার খরচ পর্যন্ত কোম্পানিটি বহন করে থাকে।

সৌদি আরব বলদিয়া কোম্পানি

আপনারা যারা সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যেতে চান তারা চাইলে সৌদি আরব বলদিয়া কোম্পানিতে কাজ করতে পারেন। এই কোম্পানিতে প্রতিবছর প্রচুর শ্রমিক নিয়োগ দেয়া হয়ে থাকে। এই কোম্পানিতে আপনারা ক্লিনারের কাজ করতে পারবেন। মূলত কোম্পানিতে ক্লিনার এর কাজের জন্য শ্রমিক নিয়োগ দেওয়া হয়। আপনারা যারা ক্লিনার কাজ ভালোমতো পারেন বা দক্ষতা রয়েছে তারা চাইলে এই কোম্পানিতে চাকরি করতে পারেন। 

ক্লিনার কাজ হিসাবে এখানে শহরের রাস্তাগুলো পরিষ্কার করতে হয়। আর এখানে আপনাকে ১২ ঘন্টা ডিউটি করতে হবে অর্থাৎ ১২ ঘণ্টা কাজ করতে হবে। বলদিয়া কোম্পানিতে ক্লিনার কাজ করে আপনারা মাসিক একটা ভালো বেতন পাবেন। এই কোম্পানিতে ক্লিনার কাজের জন্য আনুমানিক ৮৫০ রিয়াল দেওয়া হয়ে থাকে। তবে দীর্ঘদিন কাজ করলে কাজের বেতন বৃদ্ধি করা হয়ে থাকে। এই কোম্পানিতে কাজ করে আপনারা অনায়াসেই মাসে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

সৌদি আরামকো কোম্পানি

সৌদি আরামকো কোম্পানি 1933 সালে প্রতিষ্ঠিত একটি তেল কোম্পানি।সৌদি আরামকো 1933 সালে ক্যালিফোর্নিয়া-আরবিয়ান স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরে 1980 সালে সৌদি সরকার কর্তৃক জাতীয়করণ করা হয়েছিল। বিশ্বের বৃহত্তম কোম্পানি সৌদি আরামকো।সৌদি আরবের ধাহরানে অবস্থিত একটি বৈশ্বিক শক্তি ও পেট্রোলিয়াম কোম্পানি।

সৌদি আরামকো দ্বারা নিযুক্ত পদগুলির মধ্যে রয়েছে প্রকৌশল, ড্রিলিং, গবেষণা এবং উন্নয়ন, সেইসাথে স্নাতক এবং তেল শোধনকারী শ্রমিক, শিক্ষা, আইন এবং অন্যান্য প্রশাসনিক বিভাগ রয়েছে। আপনি যদি দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়তে চান তবে আপনি এখানে কাজ করতে পারেন। আপনি চাইলে এই কোম্পানিতে অনায়াসে কাজ করতে পারবেন।

তবে এই কোম্পানিতে কাজের জন্য আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনার কাজের ভিত্তিতে এখানে পারিশ্রমিক দেওয়া হয়। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। আপনার স্বাস্থ্য থেকে শুরু করে সকল কিছুর খরচ কোম্পানিটি বহন করে। তাছাড়া আরও অনেক ধরনের বোনাস দেওয়া হয়ে থাকে। এই কোম্পানিটি ঈদের সময় কর্মীদের ঈদ বোনাস দিয়ে থাকে। 

মূলত কোম্পানিতে অভিজ্ঞ লোকদের মূল্যায়ন করা হয়ে থাকে। আপনার যদি কাজের দক্ষতা থাকে তাহলে আপনি এই কোম্পানিতে ভালো বেতনে চাকরি করতে পারবেন। তাই আমরা বলব আপনারা কাজের অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে সৌদি আরবে এই কোম্পানিতে এসে চাকরি করবেন। তাহলে আপনি জানতে পারলেন সৌদি আরবে কোম্পানির নাম ও তালিকা সম্পর্কে।

সৌদি আল জাজিরা কোম্পানি

সৌদি আরবের অন্যতম বড় কোম্পানি সৌদি আল জাজিরা। এই কোম্পানিটি মূলত একটি পেইন্টিং কোম্পানি যার অনেক শোরুম বা দোকান রয়েছে যেখানে লোকেরা কাজ করে। আপনারা যারা আল জাজিরাতে কাজ করবেন তারা চাকরি করতে পারেন।

আপনার প্রধান কাজ হল দোকানে প্রবেশকারী গ্রাহকদের পণ্য বুঝিয়ে দেওয়া। এই কোম্পানিতে আপনাকে 8 ঘন্টা কাজ করতে হবে, তবে আপনি 2 ঘন্টা ওভারটাইম পর্যন্ত কাজ করতে পারেন। ইকামা এবং বাসস্থান কোম্পানি দ্বারা কভার করা হয়, তবে আপনাকে আপনার নিজের খাবারের জন্য অর্থ প্রদান করতে হবে।

সৌদি আল-মারাই কোম্পানি

আপনারা কি সৌদি আল মারাই কোম্পানি সম্পর্কে জানেন? আপনি যদি সৌদি আরবে আল মারাইয়ের জন্য ভিসা পেতে চান তবে আপনার অবশ্যই স্পষ্ট কোম্পানি সম্পর্কে ধারণা থাকতে হবে। আল মারাই সৌদি আরবের একটি সুপরিচিত এবং জনপ্রিয় কোম্পানি। এটি বার্ষিক বিক্রয়ের দিক থেকে সৌদি আরবের পঞ্চম বৃহত্তম কোম্পানি এবং এর ভালো বেতনের জন্যও পরিচিত। 

আপনি চাইলে এখানে ওভারটাইমও করতে পারেন। ফলে ভালো পরিমাণ বেতন পেতে পারেন। এই কোম্পানিতে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। আপনার এখানে ৭ ঘন্টা কাজ করতে পারবেন আর যদি বেতন বাড়াতে চান তাহলে ওভারটাইমও করতে পারেন।থাকা-খাওয়া কোম্পানি বহন করে।

নেসমা এন্ড পার্টনারস কোম্পানি

১৯৮১ সালে নেসমা এন্ড পার্টনারস কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে সৌদি আরবে অন্যতম বৃহত্তর কোম্পানি হিসাবে এটি পরিচিত হয়েছে। সৌদি আরবের অর্থনৈতিক চাহিদা পূরণে এই কোম্পানিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর এই কোম্পানিতে প্রতি বছর অনেক কর্মী নিয়োগ দেওয়া হয়। এই কোম্পানিতে যারা কাজ করবেন তারা বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। কোম্পানি আপনার সকল থাকা ও খাওয়া খরচ বহন করবে। এই কোম্পানিতে আপনারা বিভিন্ন ধরনের কাজ করে মাসিক ভালো বেতন পেতে পারেন। 

কোম্পানিটিতে ইলেকট্রিশিয়ান কাজ , ক্লিনিং কাজ , পাইপ লাইন কাজ , কনস্ট্রাকশন কাজ ইত্যাদি কাজগুলোর জন্য প্রচুর কর্মী নিয়োগ দেওয়া হয়। আপনারা যারা উপরোক্ত কাজগুলোতে পারদর্শী রয়েছেন তারা চাইলে এই কোম্পানিতে চাকরি করতে পারেন। আরে কোম্পানিতে যারা কাজ করবেন তাদের সর্বনিম্ন বেতন আনুমানিক ৯০০ রিয়াল হয়ে থাকে। তবে তাদের কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে তাদের বেতন আনুমানিক ১০০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে।

সৌদি আরবের তেল ও গ্যাস কোম্পানি তালিকা

আপনারা অনেকেই সৌদি আরবের তেল ও গ্যাস কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন। তবে চিন্তার কোন কারণ নেই আজকের এই অংশে আমরা সৌদি আরবের তেল ও গ্যাস কোম্পানির নামের তালিকা জানব।

সৌদি আরবের তেল ও গ্যাস কোম্পানি

আবদুল্লাহ ফুয়াদ হোল্ডিং

আবদুল্লাহ এ আল বারাক অ্যান্ড সন্স কো

আবুনাইয়ান হোল্ডিং

আরবিয়ান ড্রিলিং কোম্পানি

Bass ইন্টারন্যাশনাল গ্রুপ

ফুগ্রো সুহাইমি

গ্লোবাল সুহাইমি কোম্পানি

ফারাবি পেট্রোকেমিক্যাল কোম্পানি

JAL ইন্টারন্যাশনাল

জ্যাকো গ্যাস কোম্পানি

কাইফার সৌদি আরব

পেট্রো রাবিঘ

SMH ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসেস

সৌদি আরামকো মবিল রিফাইনারি কো

ভ্যালোরেক

সৌদি আরবের আর্কিটেকচার কোম্পানি তালিকা

চলুন আমরা এবার সৌদি আরবের আর্কিটেকচার কোম্পানির নামের তালিকা গুলো জেনে নিই।

সৌদি আরবের টেলিকম কোম্পানি নামের তালিকা

আমরা এখন সৌদি আরবের কিছু টেলিকম কোম্পানির নামের তালিকা জানবো। নিম্নে সৌদি আরবের টেলিকম কোম্পানির নামের তালিকা দেওয়া হল।
  • বাউড টেলিকম (বিটিসি নেটওয়ার্ক)
  • বেজি ট্রেডিং এবং কন্ট্রাক্টিং
  • চায়না সৌদি কমিউনিকেশন সার্ভিস কো.
  • ABANA এন্টারপ্রাইজ
  • প্রাইম গেট
  • টেলি কেয়ার
  • Encomen

সৌদি আরবের শিক্ষা বিষয়ক কোম্পানির তালিকা

এবার আমরা সৌদি আরবের শিক্ষা বিষয়ক কোম্পানির নামের তালিকা গুলো জানতে পারবো।সৌদি আরবের শিক্ষা বিষয়ক কোম্পানির তালিকাঃ

সৌদি আরবের মেডিকেল কোম্পানি

আপনারা যদি সৌদি আরবের মেডিকেল কোম্পানি সম্পর্কে জানতে চান পোস্টটি পরুন।নিম্নে সৌদি আরবের মেডিকেল কোম্পানির নাম বলা হলো।
  • প্রাপ্তবয়স্ক এবং শিশু থেরাপি কেন্দ্র
  • আল মারফা মেডিকেল
  • আল-আহসা হাসপাতাল
  • ফিরে আরাম
  • বুপা ক্রমওয়েল হাসপাতাল
  • দাভিটা
  • ডালাহ হাসপাতাল
  • ডাঃ সুলাইমান আল হাবিব মেডিকেল গ্রুপ
  • মাগরাবি হাসপাতাল
  • নিউ সাফা মক্কা পলিক্লিনিক
  • অক্টফার্মা
  • সালামটেক মেডিকেল সেন্টার
  • সৌদি জার্মান হাসপাতাল
  • নিরাপত্তা বাহিনী হাসপাতাল
  • সানসিটি এস পলিক্লিনিক
  • ভিভা মেডিকা লি

সৌদি আরবের স্টিল ও ফেব্রিক্স কোম্পানি

নিচে সৌদি আরবের স্টিল ও ফেব্রিক্স কোম্পানি নামগুলো বলা হলো।
  • আলসেল
  • অ্যালুমিনিয়াম পণ্য কোম্পানি
  • আমাজেদ ইন্ডাস্ট্রিজ
  • অ্যারাবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানি (AIC)
  • ইনকান হোল্ডিং কোম্পানি
  • জুবাইল এনার্জি সার্ভিসেস কোম্পানি (জেসকো)
  • মেটাল ফাস্টেনার
  • সৌদি ইস্পাত পাইপ
  • Universal Metal Coating Company Ltd
  • ওয়েলস্পন মধ্যপ্রাচ্য
  • জেপেলিন গাল্ফ কোম্পানি লিমিটেড

সৌদি আরবের নিয়োগ কোম্পানি

সৌদি আরবের জনপ্রিয় নিয়োগ কোম্পানির নাম ও তালিকা নিচে দেয়া হলো।
  • Across the Globe for International
  • Addar Group
  • Al Jehat Company (JATCO)
  • Core Team Global
  • Deutsche Recruiting
  • ERAM Engineering
  • Industrial & Management Technology
  • International Hospitals Recruitment
  • JAL Human Resources Company
  • Jaddarah Workforce Company
  • Jobskey Consultant
  • Manpower Services Company (ESAD)
  • Retaj Tech & HR
  • Saudi Intelligent Solutions – SIS
  • Saudi Manpower Solutions Co
  • Talent Dimensions Consulting – TDC
  • Virtual Vision Solution

সৌদি আরবের আইটি কোম্পানি

সৌদি আরবের আইটি কোম্পানির নাম ও তালিকা নিচে দেয়া হলোঃ
  • 2Share Emerging Technology Holding Co
  • Achevx
  • অ্যাকুয়েটিভ
  • আরবি কম্পিউটার সিস্টেম
  • আরকান ইন্টিগ্রেটেড সলিউশন
  • ভবিষ্যত সামগ্রী
  • গেইডিয়া
  • হাই টেক এলএলসি
  • ইনজাজত তথ্য প্রযুক্তি
  • নেটওয়ার্ক এবং সিস্টেম ইন্টিগ্রেশন
  • Nomd টেকনোলজিস
  • কাবাস টেক
  • সৌদি বিজনেস মেশিন
  • সৌদি তথ্য প্রযুক্তি কোম্পানি লিমিটেড
  • শাবাকাহ নেট
  • সিগমা আইটি
  • Starways তথ্য প্রযুক্তি
  • টেকনো সাইন প্রদর্শনী
  •  প্রযুক্তি নেতারা
  • উইপ্রো লিমিটেড

সৌদি আরবের কোম্পানি নাম ও তালিকা - Saudi Arabia Company Names and Lists

সৌদি আরবের ৭০টি কোম্পানি নাম ও তালিকা নিম্নে উল্লেখ করা হলোঃ
  • SABIC Agri Nutrients Company
  • National Gas & Industerialization Company
  • Knowledge Economic City
  • Eastern Province Cement Company
  • Riyadh Cement Company
  • Alkhorayef Water & Power Technologies
  • Al Rajhi Company
  • National Company
  • Alinma Bank
  • Kingdom Holding Company
  • City Cement Company
  • Saudi Pharmaceutical Industries
  • Saudi Ceramic Company
  • Middle East Healthcare Company
  • Herfy Food Services Company
  • The National Agricultural Development Company
  • Saudi Chemical Holding Company
  • Najran Cement Company
  • Dur Hospitality Company
  • Middle East Company
  • Saudi Automotive Services Company
  • Saudi Public Transport Company
  • Saudi Al Yamama Company
  • Saudi Industrial Investment Group
  • Saudi Al Jazeera Company
  • Saudi Research and Media Group
  • Savola Group Company
  • The National Shipping Company
  • Dallah Healthcare Company
  • Dar Al Arkan Real Estate Development Company
  • Advanced Petrochemical Company
  • Makkah Construction & Development Company
  • The Company for Cooperative Insurance
  • Rabigh Refining and Petrochemical Company
  • Abdullah Al-Othaim Markets Company
  • Emaar The Economic City
  • Sahara International Petrochemical Company
  • Yanbu National Petrochemical Company
  • National Petrochemical Company
  • Bupa Arabia for Cooperative Insurance Company
  • Saudi Kayan Petrochemical Company
  • Mouwasat Medical Services Company
  • Etihad Etisalat Company
  • Almarai Company
  • Arab National Bank
  • Banque Saudi Fransi
  • Bank Albilad
  • Jabal Omar Development Company
  • Jarir Marketing Company
  • The Saudi Investment Bank
  • Saudi Cement Company
  • Saudia Dairy & Foodstuff Company
  • Southern Province Cement Company
  • Al Hammadi Company For Development
  • Bin Dawood Holding Company
  • Qassim Cement Company
  • Saudi Airlines Catering Company
  • Yanbu Cement Company
  • Aldrees Petroleum and Transport Services Company
  • United Electronics Company
  • Saudi Real Estate Company
  • Leejam Sports Company
  • Seera Holding Group
  • Astra Industrial Group Company
  • Saudi Ground Services Company
  • Taiba Investments Company
  • National Medical Care Company
  • Arriyadh Development Company
  • United International Transportation Company
  • National Building and Marketing Company
  • Yamama Cement Company

শেষ কথা ।সৌদি আরবের সকল কোম্পানি নাম 

আশা করছি আপনারা সৌদি আরবের কোম্পানির নাম ও তালিকা জানতে পেরেছেন। আমরা সৌদি আরবের ১০০টি কোম্পানি নাম ও তালিকা তুলে ধরেছি যা আপনাদের কাজে আসবে। সৌদি আরবে যাওয়ার আগে অবশ্যই কোম্পানিগুলোর তালিকা এবং সম্পর্কে জেনে নিবেন। আপনারা যদি সৌদি আরবের কোম্পানি নাম ও তালিকা আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং এ ধরনের তথ্য পেতে ওয়েবসাইটটি ভিজিট করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url