Telegram group

ordinarybdgnews

আউটডোর গেমসের তালিকাগুলো সম্পর্কে জেনে নিন

প্রিয় পাঠক, ইনডোর গেমসের তালিকা সম্পর্কে আপনি নিশ্চই জানতে চাচ্ছেন। তাইতো আপনি এই পোস্টের মধ্যে এসেছেন। আপনি যঠিক জায়গাতেই রয়েছেন। কারণ আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা ইনডোর গেমস এবং আউটডোর গেমসের সম্পর্কে তালিকা প্রকাশ করবো।
আউটডোর গেমসের তালিকা
নিজের মনকে প্রফুল্ল রাখতে বাড়ির বাইরে গেমস খেলার কোন বিকল্প নেই। এতে করে আপনি শারিরীক প্রশান্তি বোধ করবেন।

ভূমিকা ।আউটডোর গেমসের তালিকা 

বর্তমান সময় এতটাই বাজে হয়ে গিয়েছে যে সবাই সবার কাজে ব্যস্ত থাকে সবসময়। আর আপনি বাড়িতে বসে থেকে থেকে বিরক্ত বধ করলে সকল ইনডোর গেমস খেলতে পারেন। আবার যদি সকলেই বাড়তে ফ্রী থাকেন তাহলে সবাই মিলে বাড়ির বাহিরে গিয়ে আউটডোর গেমসগুলো খলতে পারেন। এখন কোন সকল গেমস খেলবেন সেই নিয়েই আজকের আমাদের এই আয়োজন।

আপনি যদি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকেন তাহলে আপনি ইনডোর গেমস কাকে বলে, ঘরে বসে কি খেলা যায়, আউটডোর গেম কাকে বলে, কোন কোন আউটডোর গেমস খেলবেন সেই সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুগণ এই সম্পর্কে জানার জন্য শেষ পর্যন্ত সাথেই থাকুন।

ইনডোর গেমস কাকে বলে

যে সকল গেমস ঘরের মধ্যে অর্থাৎ ইনডোরে খেলা হয় সেই সকল গেমসকে ইনডোর গেমস বলে। এই গেমস গুলো খেলার মাধ্যমে আপনি নিজেকে শারীরিক প্রশান্তি দেওয়ার পাশাপাশি আপনার যদি শিশু বাচ্চারা থাকে তাদের সাথে খেলে তাদেরকেও মন জয় করে নিতে পারেন। এখন আসুন দেখে নেই এই ইনডোর গেমস এর তালিকা যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে।

ইনডোর গেমস এর তালিকায় প্রথমে যেটিকে ফেলা যায় সেটি হল লুডু খেলা। তারপরে রয়েছে দাবা খেলা। এই লুডু খেলা আপনে ঘরে বসে চারজন মিলে একসাথে খেলতে পারবেন। অথবা তার অধিক হলেও খেলতে পারবেন। তবে আপনি যদি দাবা খেলতে চান তাহলে অবশ্যই দুজন প্রয়োজন প্রয়োজন।

এরপরে রয়েছে ক্যারাম বোর্ড। এ ক্যারাম বোর্ডে আপনি চারজন মিলে অথবা দুজন করে খেলতে পারবেন। এই ক্যারাম বোর্ডে থাকবে মোট ১৯ টি গুটি। এর মধ্যে নয়টি সাদা এবং নয়টি কালো। আর তার সাথে থাকবে একটি লাল রঙের গুটি। এই গেম খেলার প্রথমে গুটিগুলোকে সাজিয়ে প্রথমে একজনকে হিট করতে হবে। তার চিহ্নিত গুটির কালার হবে সাদা, আর অপর পাশে ব্যক্তির চিহ্নিত গুটির কালার হবে কালো।

ঘরে বসে কি খেলা যায়

ঘরেতে বসে আপনি যে সকল গেমসগুলো খেলতে পারবেন তাকে বলা হয় ইনডোর গেমস। এই ইনডোর গেমস কোনগুলো সেগুলোর তালিকা আপনি নিচে জানতে পারবেন। ইনডোর গেমস খেলার মাধ্যমে আপনি বাড়ির বাইরে না গিয়ে শারীরিক প্রশান্তি শারীরিক উৎফুল্লতা ঘরে বসেই যোগাড় করতে পারবেন।

ঘরে বসে খেলা যায় এমন সকল অনেকগুলো গেমস রয়েছে। তার মধ্য থেকে কিছু গেমসের নাম হলো লুডু, দাবা, টাচ অ্যান্ড ফিল, পাজেল গেম, মনোপলি, উনো, শব্দ তৈরির খেলা, ক্যারাম ইত্যাদি। এই সকল গেম ছাড়াও আরো অনেক ধরনের গেমস রয়েছে যেগুলো আপনি ঘরে বাড়িতে বসে খেলতে পারবেন।

ইনডোর গেমসের তালিকা

আমরা পূর্বেই জেনেছি ইনডোর গেমস বলতে সেই সকল গেমসকে বলা হয় যেগুলো গেমস বাড়িতে অথবা ঘরে বসে খেলা যায়। যার পূর্ণ অর্থ দাঁড়ায় ইন্ডে বসে আপনি যে সকল গেমস খেলতে পারবেন সেগুলি হল ইনডোর গেমস। ইনডোর গেমস কোনগুলো তার একটি তালিকা আমরা নিম্নে দেখে নেই চলুন।
  • লুডু
  • দাবা
  • টাচ অ্যান্ড ফিল
  • পাজেল গেম
  • লুকোচুরি
  • মনোপলি
  • মিউজিক্যাল চেয়ার
  • উনো
  • শব্দ তৈরির খেলা
  • ক্যারাম
  • স্পাই (গুপ্তচর)
লুডুঃ ইনডোর সকল গেমসের তালিকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই লুডু গেম। সকল বয়সের সকল শ্রেণীর বৈষম্যের মানুষগণ এই গেমটি খেলতে পারে। এমনকি পরিবারের সকলে মিলে ছোট বড় যে সকল ব্যক্তিগণ রয়েছে সকলে মিলে এই গেমটি খেলতে পারেন। এই গেমটি খেলার জনপ্রিয়তার সবথেকে বড় কারণ হলো এর সহজ যোগ্যতা। যেকোন দোকান থেকে আপনি এই গেমটি কিনে নিতে পারবেন।

দাবাঃ লুডু গেম খেলার মত ডাবা ও একটি জনপ্রিয়তার খেলা। এই খেলাটাকে একপ্রকারের বুদ্ধির খেলা বলা হয়। দাওয়া খেলায় প্রতিপক্ষ সহ সর্বোচ্চ দুইজন থাকতে পারেন। এই খেলার মূল লক্ষ্য হলো প্রতিপক্ষ ব্যক্তির সকল মন্ত্রী প্রজাগুলোকে কৌশলে মেরে ফেলে দিয়ে রাজার উপর আক্রমণ করা। যার জন্য অনেক বুদ্ধির দরকার রয়েছে।

টাচ অ্যান্ড ফিলঃ এই খেলাটা অনেক জনপ্রিয় রয়েছে আমাদের দেশে। এই খেলার জন্য প্রথমে আপনার শিশুর চোখটি বেড়ে নিতে হবে একটি কাপড় দিয়ে। এরপর তার সামনে কিছু জিনিসপত্র থাকবে, সেগুলোকে টাচ করে করে বলতে হবে এটার নাম কি ওটার নাম কি।

পাজেল গেমঃ বাড়িতে বসে থেকে বোরিং নেয়া হয়ে শিশুদের সাথে বসে থেকে আপনি চাইলে এই পাজেল গেমটি খেলতে পারেন। এ পাজেলের কোডগুলো আপনি যেকোন দোকানে কিনতে পেয়ে যাবেন। পাজেল গেম কে সৃজনশীলতার গেমও বলা হয়। যেখানে অনেক বুদ্ধি দিয়ে কাজের সমাধান করতে হয়।

লুকোচুরিঃ আপনি যেখানে বসবাস করেন অথবা আপনার রুম যদি তুলনামূলক অনেকটাই বড় হয়ে থাকে তাহলে আপনার বাচ্চাদের সাথে আপনি লুকোচুরি খেলতে পারেন। এই খেলাটি অনেক মজাদার হতে পারে। তাই সকল খেলাকে মজাদার ভাবে অনুভব করুন।

মনোপলিঃ মনোপলি খেলাতে প্রতিপক্ষ সর্বোচ্চ তিনজন থাকে। এই খেলার যে নিজের জীবনের সকল হিসেব রাখতে হয়। তার নিজের সঞ্জিত অর্থ দিয়ে বাড়ি বানাতে হয়। সকল কিছু করতে হয়। এই খেলাতে যে যত বেশি বাড়ি হোটেল এবং জায়গা কিনতে পারবে সে তত বেশি বিজয় লাভ হবে।

মিউজিক্যাল চেয়ারঃ এই মিউজিকাল চেয়ার পার্টি গেমটি সকলের কাছে পায় অনেক পছন্দের। এতে আপনি অন্যদের সাথেও মজা করে খেলতে পারবেন খুব সহজেই।

উনোঃ উনো, এই গেমটি সকলের পরিবারেরই প্রায় প্রিয় খেলা। এই খেলাটি অনেক জনপ্রিয় হওয়া সত্ত্বেও আপনি যখন খেলবেন অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে এই গেমটি আপনি বর্ষাকালে খেলে সব থেকে বেশি মজা পাবেন।

ক্যারামঃ ক্যারাম গেমটি ইনডোর গেম হিসেবে সকলের কাছে প্রায় অনেক পরিচিত। এই ক্যারাম খেলায় দুজন অথবা চারজন হিসেবে খেলতে পারবেন। এই খেলাতে গুটি থাকবে সর্বমোট ১৯ টি। তার সাথে একটি থাকবে স্ট্রাইক। ঘটির মধ্যে রয়েছে নয়টি কালো, আর নয়টি সাদা গুটি। আর তার সাথে থাকবে একটি লাল গুটি।

আউটডোর গেম কাকে বলে

আমরা সকলেই পূর্বে জেনেছি ইনডোর গেমস কাকে বলে। যখন আমরা ইনডোর গেমস এর সম্পর্কে জেনেছি তখন আমাদের মনে সকলের একটি ধারণা উঠে আসতে পারে সেটি হলো আউটডের গেমসের কথা। তো বন্ধু তখন চলুন এখন আমরা সকলে আউটডোর গেমস সম্পর্কে জানব। আর তারপরবর্তিতে আমরা সকল আউটডোর গেমসের সকল নামগুলো সম্পর্কে জানবো।

যেসকল গেমস আউটডোরে খেলা হয়ে থাকে তাকে আউটডোর গেমস বলে। অর্থাৎ যে সকল গেমস বাড়ির বাহিরে বড় কোন মাঠে অথবা খোলা জায়গায় খেলা হয়ে থাকে তাকে আউটডোর গেমস বলা হয়। আউটডোর গেমসের তালিকার মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, হাডুডু, ব্যাডমিন্টন ইত্যাদি এই জাতীয় সকল খেলা। নিম্নে আমরা এই সকল আউটডোর গেমস এর তালিকা গুলো জানব।

আউটডোর গেমসের তালিকা

আমরা সকলে জানতে পেরেছি আউটডোর গেমস বলতে সেই সকল গেমসকে বলা হয়ে থাকে যেগুলো গেমস বাড়ির বাইরে ফাঁকা কোন স্থানে অথবা বড় কোন মাঠে খেলা হয়। এখনই আউটডোর গেমস এর মধ্যে কোন কোন গেমস গুলো থাকে সেগুলো সম্পর্কেও তো আমাদের জানা উচিত। তোর বন্ধুগণ চলুন জেনে নেই।
  • ফুটবল
  • ক্রিকেট
  • ব্যাডমিন্টন
  • ইঁদুর নাচ
  • রোদ বৃষ্টির খেলা
  • বেসবল
  • বাস্কেটবল
  • গলফ
উপরে উল্লেখিত এই সকল আউটডোর গেমস সহ আরো প্রায় অসংখ্য ধরনের আউটডোর গেমস রয়েছে। যেগুলো সম্পর্কে আপনারা পরবর্তী আপডেটের মাধ্যমে জানতে পারবেন। যখন আমরা পোস্টটি আপডেট তথ্য যোগ করব তখন সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন

ছোটদের খেলার তালিকা

আপনার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে। তাহলে আপনি নিম্নের দেখানো সকল মজাদার খেলা গুলো তাদের সাথে উপভোগ করতে পারেন। এই ছোট ছোট খেলার মাধ্যমে আপনি তাদের মন জয় করে নিতে পারবেন। সাথে ছোট ছোট খেলা গুলো আপনি বাড়িতে বসে থেকে খেলতে পারবেন। ছোটদের জন্য কোন কোন খেলা ভালো হবে তার একটি তালিকা নাম দেওয়া হলো।
  • সাতকাহন
  • আয়না
  • বউ চি
  • টিপের গোলক
  • বলতো কী ভাবছি
  • ইঁদুর-বিড়াল
  • কাগজের নৌকার দৌড়
  • প্রাইজ ওয়াক (পুরস্কারের জন্য হাঁটা)
  • বর্ণ চেনার খেলা
  • বোলিং অ্যালি
  • এক্কা দোক্কা
  • মিউজিক্যাল চেয়ার
  • বাবল র‍্যাপ রেস
  • তিন-পায়ের দৌড়
  • মমি মমি খেলা
  • বেলুন ফাটানো
  • পমপম এবং স্ট্র চ্যালেঞ্জ
  • বরফের টুকরো তোলা
  • পার্সেল পাস করা
  • কাপের সারি
  • ইচিং বিচিংচিচিং চা
  • বাধা ডিঙানো দৌড়
  • গুলি-চামচ
  • রঙ ছোঁয়া
কাগজের নৌকার দৌড়ঃ কাগজের নৌকার দৌড়ের এই খেলাটি যে সকল বাচ্চাদের বয়স পাঁচ বছরের ঊর্ধ্বে তাদের জন্য একটি আদর্শ খেলা। এই খেলার জন্য কাগজের নৌকা বানিয়ে পানিতে দিতে হবে। এরপরে একটি নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে যেতে হবে। যে এই কাগজের নৌকাটি সবার আগে ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে সেই বিজয় হবে।

মিউজিক্যাল চেয়ারঃ মিউজিক্যাল চেয়ারের খেলাটি এমন একটি খেলা যেটি কখনই পুরাতন হবে না। এই খেলার জন্য একটু সাউন্ড বক্সের গান বাজিয়ে রাখুন। আর তার সাথে কিছু সংখ্যক চেয়ার নিন। এরপরে চারিদিকে ঘুরতে থাকুন। যখন সাউন্ড বক্সের গানটি অফ হয়ে যাবে তখন সাথে সাথে এ চেয়ারে বসে পড়ুন। যে ব্যক্তি বুঝতে পারবে না সে আস্তে আস্তে একজন করে বাদ হবে।

বেলুন ফাটানোঃ এই বেলুন ফাটানো খেলাটি পার্টিতে উপস্থিত যে সকল বাচ্চা রয়েছে তাদের সাথে প্রাপ্তবয়স্করাও এ সকল খেলাটি খেলতে পারে। এই খেলার জন্য একটি সাউন্ড বক্সের গান বাজিয়ে দিন। তারপরে সকলের নাচতে থাকুন। সাউন্ড বক্সের গান বন্ধ হয়ে যাওয়া মাত্রই নিজের কাছে রাখা বেলুন সংরক্ষিত রেখে অন্যের বেলুন ফাটানোর চেষ্টা করতে হবে।

টিপের গোলকঃ এই খেলাটির জন্য কিছু টিপের পাতার প্রয়োজন হবে। তার সাথে সাথে প্রয়োজন হবে সমকেন্দ্র বৃত্তের কিছু প্রিন্ট আউট। এই খেলাটির খেলার জন্য শিশু প্রতিটি টিপগুলোকে নিয়ে বিদ্যার উপর লাগাবে। যেটা শুরু করা হবে বৃত্তের বাইরে থেকে। আরেকটা বৃত্ত ধরার আগে প্রথম বৃত্তটি শেষ করতে হবে।

কাপের সারিঃ কাদের শাড়ি বানানোর জন্য কিছু কাগজের কাপের প্রয়োজন হবে। এরপরে বাচ্চাদেরকে বলুন টেবিলের উপর কাগজের কাপগুলি এর উপর আরেকটি এমনভাবে সাজাতে যাতে সেটি পিরামিডের নায়ক হতে দেখা যায়।

পমপম এবং স্ট্র চ্যালেঞ্জঃ এই খেলার জন্য এক গোছায় রিষ্ট এবং তার সাথে হাফ ডজন পমপম এর দরকার হবে। এর জন্য একটি নির্দিষ্ট রেখা টেনে দিন। তারপরে ফু দিয়ে দেশের রেখা পর্যন্ত যে পমপমগুলোকে নিয়ে যেতে পারবে সেই হবে প্রকৃত বিজয়ী।

বরফের টুকরো তোলাঃ আমি বরফের টুকরো তোলার জন্য এই খেলাটি শুরু করার ক্ষেত্রে আপনাকে প্রথমে নিতে হবে কিছু পরিমাণ আইসক্রিম তাদের তার সাথে দুটি উল বুনার কাটা আর দুটি বালতি। শিশুদেরকে বলবেন এই উল কাঁটা দিয়ে আইসক্রিম গুলোকে এক বালতি থেকে তুলে আরেক বালতিতে ফেলতে হবে। তবে সেই কাজটি করতে হবে সর্বোচ্চ এক মিনিটে।

ইনডোর আউটডোর গেমস সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্নঃ আউটডোর ও ইনডোর গেম কি?
উত্তরঃ যে সকল গেমস ইনডোরে অর্থাৎ বাড়ির ভেতরে খেলা হয় তাকে ইনডোর গেমস বলে। আর যে সকল গেমস আউটডোরে, অর্থাৎ বাড়ির বাইরে বড় কোন খোলা জায়গায় অথবা মাঠে খেলা হয় তাকে আউটডোর গেমস বলে।

প্রশ্নঃ ৫টি ইনডোর ও ৫টি আউটডোর কি?
উত্তরঃ ৫টি ইনডোর গেমসের তালিকা হল
  1. লুডু
  2. দাবা
  3. টাচ অ্যান্ড ফিল
  4. পাজেল গেম
  5. লুকোচুরি
৫টি আউটডোর গেমসের তালিকা হল
  1. ফুটবল
  2. ক্রিকেট
  3. ব্যাডমিন্টন
  4. ইঁদুর নাচ
  5. রোদ বৃষ্টির খেলা
প্রশ্নঃ খেলা কত প্রকার?
উত্তরঃ খেলা সাধারণত ২ প্রকারের হয়ে থাকে। যেমন
  • ১. ইনডোর। যেগুলো বাড়ির ভেতরে খেলা হয়।
  • ২. আউটডোর। যেগুলো বাড়ির বাহিরে খেলা হয়।

শেষ কথা

আজকে আমাদের এই আর্টিকেলের প্রধান আলোচনার বিষয় ছিলো ইনডোর গেমসের তালিকা সম্পর্কে। আর তার সাথে ছিলো আউটডোর গেমস গুলোর তালিকাগুলি সম্পর্কে। আশা করছি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে উক্ত সকল বিষয় সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। এমন আরো আর্টিকেল প্রতিদিন ফ্রীতে পড়তে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url